Wn/bn/উইকিসংবাদ:ব্যবহারকারী নাম

< Wn‎ | bn
Wn > bn > উইকিসংবাদ:ব্যবহারকারী নাম

উইকিসংবাদে ব্যবহারকারী নাম গুরুত্বপূর্ণ: আপনার সকল সম্পাদনা ব্যবহারকারী নামে অন্তর্ভুক্ত হবে এবং আপনার ব্যবহারকারী আলাপ পাতা ব্যবহার করেই অন্যান্য উইকিসাংবাদিকগণ আপনার সাথে যোগাযোগ করবে।

আপত্তিকর বা অন্যের পরিচয়ে ব্যবহারকারী নাম তৈরি করবেন না। এইসব অ্যাকাউন্টকে বাধাপ্রদান করে ব্যবহারকারী নাম পরিবর্তন করতে বল হতে পারে। এছাড়াও অনুগ্রহপূর্বক অ্যাট সাইন (@) যুক্ত ব্যবহারকারী নাম তৈরী করবেন না এবং ইমেইল ঠিকানা ব্যবহারকারী নাম হিসেবে ব্যবহার করবেন না (@ অক্ষরের মতো আরেকটি অক্ষর রয়েছে, চাইলে সেটি ব্যবহার করতে পারেন)। ডোমেইনের নামযুক্ত ব্যবহারকারী নাম তৈরি করবেন না।


অনুগ্রহপূর্বক বিভ্রান্তিকর ব্যবহারকারী নাম তৈরি করবেন না। উদাহরণসরূপ "ব্যবহারকারী নাম" নামটি একটি বিভ্রান্তিকর নাম। যদি আপনি অনিশ্চিত হন, তবে এখানে জিজ্ঞেস করতে পারেন। Usernames that imply endorsement by or affiliation with the Wikimedia Foundation, Wikinews, or any other Wikimedia project are misleading, as is masquerading as celebrities or organisations you clearly are not.

Role accounts, which are shared by more than one person, are generally not allowed. If your username implies a role account it is in breach of this policy. This may include a username which is the name of an organisation.

ব্যবহারকারী নাম পরিবর্তন edit

যদি আপনি আপনার ব্যবহারকারী নাম পরিবর্তন করতে চান, তাহলে সব উইকিমিডিয়া প্রকল্পেই তা করতে হবে। বিস্তারিত জানার জন্য অনুগ্রহপূর্বক বৈশ্বিক ব্যবহারকারী নাম পরিবর্তন নীতিমালা দেখুন।