এই পাতাটি বাংলা উইকিসংবাদের নির্দেশাবলী সম্পর্কিত একটি নথি। এটি একটি গ্রহণযোগ্য আদর্শ, যা সম্পাদকের অনুসরণের চেষ্টা করা উচিত, যদিও তা সাধারণ জ্ঞানে ও ব্যতিক্রমি ক্ষেত্রে সেরা পন্থা অবলম্বনে করা হয়। এই পাতাতে যেকোন স্বতন্ত্র সম্পাদনা জনমতের ভিত্তিতে করা উচিত। কোন সন্দেহ থাকলে, প্রথমে তা আলাপ পাতায় আলোচনা করুন। |
বাংলা উইকিসংবাদের সকল বিষয়বস্তু পাবলিক ডোমেইনের অন্তর্ভুক্ত। উল্লেখ্য এটি অন্যান্য মিডিয়া, যেমন: ভিডিও, ছবি এবং অডিও-এর ক্ষেত্রে প্রযোজ্য নয়।
কোনো কনটেন্টের লাইসেন্স উইকিসংবাদের সাথে মিলে এমন না হলে, উইকিসংবাদে কপিরাইটকৃত বিষয়বস্তু যোগ করবেন যা। দেখা মাত্রই কপিরাইটকৃর কন্টেন্ট অপসারণ করা হবে।
অন্যান্য উইকিমিডিয়া সাইট থেকে পাঠ্য বিষয়বস্তু উইকিসংবাদে যোগ করবেন না। এইসব সাইটের কিছু বিষয়ে লাইসেন্স কপিলেফট অবস্থা বিদ্যমান যা উইকিসংবাদের সাথে সংঘাত সৃষ্টি করে। এই কারণে ফেয়ার ইউজ কনটেন্ট ছাড়া এইসব সাইটের কনটেন্ট আইনিভাবে উইকিসংবাদের সাথে খাপ খায় না।