Wn/bn/উইকিসংবাদ:নীতিমালা ও নির্দেশিকা

< Wn‎ | bn
Wn > bn > উইকিসংবাদ:নীতিমালা ও নির্দেশিকা

আমাদের নীতিমালা edit

মূলনীতি edit

  1. যদি কোন তথ্য বৈজ্ঞানিক দৃষ্টিকোণ বা সর্বত্রগৃহীতও হয় তখন কোন বিশেষ দৃষ্টিকোণ অনুসরন করবেন না। শুধুমাত্র প্রতিবেদন লিখুন ও ব্যাখ্যা করুন মতবিরোধসহ।
  2. ২৪ ঘন্টায় একইসাথে তিনবারের বেশি কোন পাতায় রিভার্ট করবেন না। এটি সম্পাদনা যুদ্ধ ঠেকানোর একটি বৈদ্যুতিক বেড়া।
  3. আপনার প্রতিবেদনের উৎস নির্দেশ করুন। উইকিসংবাদের সকল নিবন্ধ (সুস্পষ্ট ছাড়া) যাচাইযোগ্য হতে হবে ও আপনি অবশ্যই আপনার পাঠকদের বলবেন তথ্যগুলো কোথায় পেয়েছেন।
  4. স্বত্ত্বাধিকারযুক্ত কোন উপাদান যুক্ত করা থেকে বিরত থাকুন
  5. অন্যদের প্রতি শ্রদ্ধাশীল হোন

নিয়মাবলী edit

নিয়মাবলীগুলো হলো ব্যপকতরভাবে গৃহীত সরঞ্জাম এজন্যই আমরা বেশি সঙ্গতিপূর্ণ ও উপভোগ্য নিবন্ধ থৈরি করতে সক্ষম হই:

সীমাবদ্ধ বৈশিষ্ট্য edit

কিছু কিছু বৈশিষ্ঠ্য যেগুলো অপব্যবহারের সম্ভাবনা করেছে যেমন, পাতা অপসারন, পাতা সম্পাদনা সীমাবদ্ধ রাখা বা সুরক্ষা করা ইত্যাদি কাজ শুধুমাত্র প্রশাসকরাই করতে পারেন; যারা অভিজ্ঞ ও সম্প্রদায়ের বিশ্বস্ত ব্যবহারকারী।


উইকিপিডিয়ার উৎস ব্যবহার edit

নিয়ম: উইকিপিডিয়ার নিবন্ধ ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন শেয়ারএলাইক লাইসেন্সের আওতায় মুক্তি দেওয়া থাকে-- যে উপাদানসমূহ সিসি-বাই লাইসেন্সের সাথে বেমানান সেগুলো উইকিপিডিয়া থেকে উইকিসংবাদে যুক্ত করা যাবে না।

উৎস edit

উইকিসংবাদ:নীতিমালা ও নির্দেশিকা প্রাথমিকভাবে উইকিপিডিয়া:নীতিমালা ও নির্দেশাবলী পাতার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।