বুধবার, ৩ ফেব্রুয়ারি ২০২১
| |||||||
সম্পর্কিত শিরোনামগুলো | |||||||
---|---|---|---|---|---|---|---|
| |||||||
অংশগ্রহণ | |||||||
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ২০টি দেশের নাগরিকদের ওপর প্রবেশে আবারও নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। স্থানীয় সময় আজ বুধবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে এই নিষেধাজ্ঞা চালু হবে। তবে কূটনীতিক ও স্বাস্থ্যকর্মী এবং তাদের পরিবার এর আওতার বাইরে থাকবে।
গতকাল মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। এতে জানানো হয়, স্বাস্থ্য কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।
নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর তালিকায় রয়েছে- আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইতালি, পাকিস্তান, ব্রাজিল, পর্তুগাল, যুক্তরাজ্য, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, লেবানন, মিসর, ভারত এবং জাপান।
গত এক সপ্তাহে সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় সংক্রমণ রোধে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৮ হাজার ৬৩৯ জন আর মৃত্যুবরণ করেছেন ৬ হাজার ৩৮৩ জন। এর মধ্যে ৩ লাখ ৬০ হাজার ১১০ জন সুস্থ হয়েছেন।
উৎস
edit- "২০ দেশের নাগরিকদের সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা" — কালের কণ্ঠ, ৩ ফেব্রুয়ারি ২০২১
- "ভারত, পাকিস্তানসহ ২০ দেশের নাগরিকদের সৌদিতে প্রবেশে নিষেধাজ্ঞা" — চ্যানেল আই, ৩ ফেব্রুয়ারি ২০২১
- "সৌদিতে ২০ দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা, তালিকায় নেই বাংলাদেশ" — দৈনিক ইত্তেফাক, ৩ ফেব্রুয়ারি ২০২১