বুধবার, ২৮ এপ্রিল ২০২১
১৪ই এপ্রিল, ২০২১ থেকে শুরু হওয়া কঠোর অবরুদ্ধকরণ বা লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়ে ৫ই মে পর্যন্ত বিধিনিষেধ জারি করেছে মন্ত্রীপরিষদ। গণপরিবহন ও অফিস বন্ধ থাকলেও; দোকানপাট, শিল্পপ্রতিষ্ঠান সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। অবরুদ্ধকরণ বৃদ্ধির মূল কারণ ভারতে করোনার সংক্রমণ পরিস্থিতির অবনতি। এই সময় ভারতের সাথে পণ্য পরিবহন ব্যতীত স্থল, নৌ ও বিমানযোগে যোগাযোগ বন্ধ থাকবে।
আগে ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সীমিত বিধিনিষেধ কার্যকর না হওয়ায়, ১৪ থেকে ২১ এপ্রিলের কঠোর অবরুদ্ধকরণ হয়েছিল যা ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিলো।
উৎস
edit- নিজস্ব প্রতিবেদক। "বিধিনিষেধ বাড়ল, গণপরিবহন বন্ধই থাকবে" — ১২: ৪৬, ২৮ এপ্রিল ২০২১, ২৮ এপ্রিল ২০২১
- ইত্তেফাক অনলাইন ডেস্ক। "৫ মে পর্যন্ত বিধিনিষেধ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, গণপরিবহন বন্ধই থাকবে" — ১২:৪৯, ২৮ এপ্রিল, ২০২১, ২৮ এপ্রিল, ২০২১
- "[{{{ইউআরএল}}} লকডাউন: দোকানপাট খোলা রাখার সময়সীমা বাড়িয়ে নতুন বিধিনিষেধের প্রজ্ঞাপন]" — ২৮ এপ্রিল, ২০২১, ২৮ এপ্রিল, ২০২১