শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২০
| |||||||
সম্পর্কিত শিরোনামগুলো | |||||||
---|---|---|---|---|---|---|---|
| |||||||
অংশগ্রহণ | |||||||
চীনের হুবেই প্রদেশে করোনা ভাইরাস জনিত কারণে মৃতের সংখ্যা হঠাৎ করেই বেড়ে গিয়েছে। আর গত বুধবারে (১২ ফেব্রুয়ারি) এ ভাইরাসে মৃতের সংখ্যা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গিয়েছে। এদিন চীনে মোট ২৪৪ জনের মৃত্যু হয়েছে; যার মধ্যে ২৪২ জনই হুবেই প্রদেশের বাসিন্দা। এটি এখন পর্যন্ত করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। ফলে এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে ১৩৫৭ জনের মৃত্যু হলো। এছাড়াও এদিন নতুন করে ১৪ হাজার ৮৪০ জনের দেহে এ ভাইরাস শনাক্ত করা হয়েছে।
এ পর্যন্ত করোনা ভাইরাসে নিহতের মধ্যে ১৩৫৭ জন চীনা নাগরিক। আর হুবেই স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য মতে, প্রদেশটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা ১৩১০ জন। চীন ছাড়াও হংকং ও ফিলিপাইনে দুজন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছে।
বিবিসি এ সংক্রান্ত এক প্রতিবেদনে জানিয়েছে যে, নতুন নিয়মের কারণে আক্রান্তের সংখ্যা বেশি বলে দৃশ্যমান হতে পারে। আগে যথাযথ পরীক্ষা করে ভাইরাসের উপস্থিতি পেলেই তাকে সংক্রমিত বলা হতো। কিন্তু নতুন নিয়মে যাদের শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখা যাবে এবং সিটি স্ক্যানের মাধ্যমে ফুসফুসের সংক্রমণ দেখা যাবে তাদেরকেও করোনাভাইরাসে সংক্রমিত বলে ধরে নেওয়া হবে। বুধবার উহানে মারা যাওয়া ২৪২ জনের মধ্যে ১৩৫ জনই ছিলো নতুন এই সংজ্ঞার অধীনে করোনা ভাইরাসে আক্রান্ত।
অন্যদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস জনিত এই রোগের নাম রেখেছে কোভিড-১৯। করোনা শব্দের প্রথম দুইটি বর্ণ (Co), ভাইরাসের প্রথম দুইটি বর্ণ (Vi), ডিজিজের (রোগ) প্রথম বর্ণ (D) এবং ২০১৯ সালে ভাইরাসটির উৎপত্তি হওয়ায় তাতে ১৯ যোগ করে কোভিড-১৯ নামটি রাখা করা হয়েছে।
উৎস
edit- "করোনা ভাইরাসে একদিনেই মৃত্যু ২৪২ জনের" — বাংলা ট্রিবিউন, ফেব্রুয়ারি ১৩, ২০২০
- "করোনা ভাইরাস: একদিনেই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড" — একুশে টেলিভিশন, ১৩ ফেব্রুয়ারি ২০২০