Wn/bn/বাংলাদেশের আন্দোলন চলাকালীন মানবাধিকার লঙ্ঘনের তথ্য চেয়েছে জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দল
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
সম্পর্কিত শিরোনামগুলো | |
---|---|
অংশগ্রহণ | |
বাংলাদেশে গত ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার কৌটা আন্দোলন চলতে থাকে, যা পরবর্তীতে সরকার পতনের আন্দোলন রূপ নেয়। ফলশ্রুতিতে ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পাড়ি জমান।
এরই মাঝে ঘটে যায় নানান সহিংস সংঘর্ষ। সোমবার (১৬ আগস্ট) এসকল ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের তথ্য দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দল।
জাতিসংঘের মানবাধিকার অফিসের মুখপাত্র বলেছেন, "জাতিসংঘের মানবাধিকার অফিসের একটি ফ্যাক্ট-ফাইন্ডিং দল বাংলাদেশে সাম্প্রতিক বিক্ষোভ থেকে উদ্ভূত ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করছে"।
এতে উক্ত সময়কালের মধ্যে বিক্ষোভের প্রেক্ষাপটে মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহার সম্পর্কিত প্রাথমিক তথ্য প্রদানের জন্য সকল ব্যক্তি, গোষ্ঠী এবং সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং দলটি সেই সমস্ত তথ্যের জন্য অনুরোধ করছে, যা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যাবেনা এবং কখনো প্রকাশিত বা প্রচারিত হয়নি। সকল তথ্য এই OHCHR-FFTB-Submissions@un.org ইমেইলের মাধ্যমে জমা দেওয়ার জন্য অনুরোধ করেছে দলটি।
ঘটনাস্থলে পরিচালিত পরীক্ষা-নীরিক্ষা ও উপাত্ত বিশ্লেষণের পর জাতিসংঘের মানবাধিকার অফিস তদন্তের প্রধান প্রধান ফলাফল, উপসংহার ও সুপারিশ সহ একটি বিস্তারিত মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করবে বলে জানানো হয় উক্ত বিবৃতিতে।
উৎস
edit- "UN Fact-Finding Team Issues Call for Submissions" — জাতিসংঘ ১৬ সেপ্টেম্বর ২০২৪
- "বাংলাদেশে আন্দোলন চলাকালে মানবাধিকার লঙ্ঘনের তথ্য চেয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল" — বিবিসি, ১৬ সেপ্টেম্বর ২০২৪