Wn/bn/উইকিসংবাদ:আলোচনাসভা/সংগ্রহশালা

নতুন সংবাদ নেই কেনো?

edit

বর্তমানে এই উইকিতে তেমন কোনো ব্যক্তির অবস্থান দেখছি না। এমনকি প্রশাসকও তেমন নেই। কিছু নিবন্ধ দেয়ার চেষ্টা করেছি কিন্তু কোনো সাড়া পাই নি। --Notbrev (talk) 15:28, 28 April 2021 (UTC)[reply]

Notbrev, আপনি ঠিকই বলেছেন -- বর্তমানে বাংলা উইকিসংবাদে তেমন কোনো সক্রিয় অবদানকারী নেই। তবে আমি এই উইকিতে নিয়মিতই কাজ করি। আর আমিই বর্তমানে বাংলা উইকিসংবাদের একমাত্র প্রশাসক। কোনো সাহায্য প্রয়োজন হলে আমার আলাপ পাতায় জিজ্ঞেস করতে পারেন। আপনি যদি এই উইকিতে কাজ করতে চান তবে আপনাকে স্বাগতম। আমরা দুইজন মিলে এই উইকিতে কিছু পাতা তৈরি করতে পারি। আপনি নিবন্ধ তৈরি করতে থাকুন। কোনো সমস্যা হলে আমি তা ঠিক করে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ। T@hmid (T@lk) 03:46, 29 April 2021 (UTC)[reply]
@Notbrev: ধন্যবাদ একটা নিবন্ধ জমা দিয়েছি একটু ঠিক করে দিলে ও নির্দেশনা দিলে উপকৃত হতাম :) [বি.দ্র.: উত্তর ও ping টেমপ্লেট/ছাঁচ আনতে হবে] --Notbrev (talk) 04:36, 29 April 2021 (UTC)[reply]
Notbrev, ধীরে ধীরে সব ঠিক করা হবে। আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। আশা করি নিয়মিত সম্পাদনা চালিয়ে যাবেন। -- T@hmid (T@lk) 13:19, 29 April 2021 (UTC)[reply]

উইকিসংবাদের নিবন্ধ নিরীক্ষা!

edit

সুপ্রিয় সম্পাদকগণ, আমি উইকিসংবাদের নিরীক্ষণ (review) এবং প্রকাশনা (publish) পরিকাঠামো বিষয়ে এই বার্তাটি লিখছি। বর্তমানে উইকিসংবাদে নিবন্ধগুলির প্রকাশন এবং নিরীক্ষণের জন্য কোন বিশেষ ব্যবস্থা বা পরিকাঠামো নেই। এই বিষয়েই একটি সুশৃংখল ব্যবস্থাপনা তৈরি করতে আমি কিছু টেম্পলেট, বিষয়শ্রেণী এবং স্ক্রিপসের উপর কাজ করছিলাম। প্রায় সমস্ত ভাষার উইকিসংবাদের নিবন্ধ নিরীক্ষণের জন্য একটি ব্যবস্থা রয়েছে, তাই বাংলা উইকিসংবাদেও নিবন্ধ নিরীক্ষণ প্রক্রিয়াটি চালু করবার প্রস্তাবনা দিচ্ছি। যেহেতু এটি একটি টেস্ট উইকি তাই নিরীক্ষক নামে একটি পৃথক গ্রুপ তৈরি করা ও নিবন্ধনগুলিকে সরাসরি reviewed (নিরীক্ষিত) হিসেবে চিহ্নিত করা যাবে না, সেই জন্য আমরা এই টেমপ্লেটটি ব্যবহারে দ্বারা আলোচনা পাতায় নিবন্ধটিকে নিরীক্ষিত হিসেবে (সফল কিংবা বিফল) চিহ্নিত করতে পারি। এই সমস্ত প্রক্রিয়াটি বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হয়েছে: উইকিসংবাদ:নিবন্ধ নিরীক্ষা এবং উইকিসংবাদ:নিবন্ধ সৃষ্টিকরণ প্রক্রিয়া এই পাতগুলোতে।

যতদিন না উইকিসংবাদ মূলধারায় প্রকাশিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত, কোন নিবন্ধের নিরীক্ষণ একজন অজড়িত সম্পাদকের দ্বারা করা যেতে পারে (আমার ধারণায়)। আমরা নিরিক্ষণ পদ্ধতিটি সম্পর্কে নির্দেশাবলী এবং নিয়ম তৈরি করতে পারি, যার দ্বারা নতুন নিরীক্ষক চয়ন করা হবে এবং নিরীক্ষকরা কোন নিবন্ধকে উপযুক্ত নিরীক্ষণের পর প্রকাশিত করবেন। যেহেতু এটি একটি টেস্ট উইকি তাই আবারও, নিরীক্ষণের কাজটি ম্যানুয়ালি করতে হবে, যা খুবই সহজ ও কম সময়ব্যাপী। আমি একটি নিবন্ধ তৈরি হবার থেকে শুরু করে নিবন্ধটি প্রকাশিত হওয়া পর্যন্ত সমস্ত প্রক্রিয়াটি যথাসম্ভব বিস্তারিত আলোচনা করছি:

  • পদক্ষেপ১: এটি প্রাথমিক পর্যায়, এক্ষেত্রে নিবন্ধটির উপরে {{উন্নয়ন চলছে}} টেমপ্লেট যুক্ত থাকবে, যায় অভ্যন্তরে সম্পাদকরা নিবন্ধটির উপর পর্যাপ্ত কাজ এবং সম্পাদনা করবেন।
  • পদক্ষেপ২: নিবন্ধটির উপর কাজ সম্পন্ন হয়ে গেলে, {{উন্নয়ন চলছে}} টেমপ্লেটকে {{নিরীক্ষা}} টেমপ্লেট দ্বারা প্রতিস্থাপিত করে এটিকে নিরীক্ষণের জন্য জমা করা হবে। শুধুমাত্র একটি ক্লিকের দ্বারা নিরীক্ষণের জন্য কোন নিবন্ধকে জমা করতে এই স্ক্রিপ্টটি ব্যবহার করা যেতে পারে।
  • পদক্ষেপ৩: নিরীক্ষণের জন্য জমাকৃত নিবন্ধগুলিকে নিরীক্ষকগণ {{প্রকাশন নিরীক্ষা}} টেমপ্লেট ব্যাবহারের দ্বারা নিরীক্ষা করবে, সেটিকে সফল বা বিফল হিসেবে চিহ্নিত করবেন। যদি সফল হয়ে যায় তাহলে নিরীক্ষকগণ নিবন্ধটিকে প্রকাশিত করে দেবে এবং বিফল হলে কি সমস্যা রয়েছে নিবন্ধটিতে, তা আলাপ পাতায় তুলে ধরা হবে।
  • পদক্ষেপ৪: যদি নিবন্ধটি নিরীক্ষায় সফল হয়, তবে {{প্রকাশ করুন}} টেমপ্লেটটি নিবন্ধটির মধ্যে যুক্ত করে দেওয়া হবে।

নিরীক্ষক কারা? কাদের এবং কিভাবে নিরীক্ষক হিসেবে নিযুক্ত করা হবে সেই বিষয়ে আলোচনা করা যেতে পারে। নিরীক্ষক হবার প্রয়োজনীয়তা কি হবে, কিভাবে নিরীক্ষা করতে হবে, এই বিষয়গুলির উপর আমরা নির্দেশাবলী এবং নথি তৈরি করতে পারি।

এই সম্পূর্ণ পরিকাঠামোটি সম্পর্কে আপনাদের কি রায়?
Script credit: @Syunsyunminmin.

Asked42 (talk) 22:34, 9 July 2023 (UTC)[reply]

@Tahmid, @Notbrev, @আফতাবুজ্জামান - ট্যাগ করছি। Asked42 (talk) 23:39, 30 June 2023 (UTC)[reply]
আমি দুটো উপায় প্রস্তাবিত করছি: ১) যেহেতু বর্তমানে সম্পাদকদের সংখ্যা খুবই কম তাই আপাতত যেকোনো অজরিত সম্পাদক নিরীক্ষা করতে পারবে। এবং ২) যদি কোন নিবন্ধকে সেটির লেখক দ্বারাই প্রকাশিত করা হয় তাহলে সেটির উপর {{অনিরীক্ষিত প্রকাশ}} এই টেমপ্লেটটি যুক্ত করা হোক, ফলে পরবর্তটিতে নিবন্ধটিকে কোনো একজন নিরীক্ষক দ্বারা নিরীক্ষা করে এই টেমপ্লেট টি সরিয়ে দেওয়া যেতে পারে। ধন্যবাদ -- Asked42 (talk) 22:34, 9 July 2023 (UTC)[reply]
সমর্থন, বর্তমান অবস্থায় যেকোনো অজড়িত সম্পাদক যার অন্তত একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে তাকে নিরীক্ষা করতে দেওয়া উচিত। উল্লেখ্য আমার প্রাথমিক উদ্দেশ্য ছিল কোন ঘটনা সম্পর্কে সংবাদ প্রকাশের সাথে সাথে তার সকল তথ্য এককভাবে উপস্থাপন যাতে বিভিন্ন যায়গায় খুঁজে খুঁজে বের করতে না হয়। কিন্তু পরে বুঝলাম এই কাজ উইকিপিডিয়াতেই ভালো হয় কিন্তু এখানে প্রাথমিক সংবাদটা প্রাথমিকভাবে জানাতে সংবাদ লিখা শুরু করেছিলাম। নানারকম চাপে তা আর হয়ে উঠেনি। Notbrev (talk) 05:56, 17 July 2023 (UTC)[reply]
@Notbrev, আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, বর্তমানে সম্পাদকদের স্বল্পতা জনিত কারণে যেকোনো অজড়িত সম্পাদক নিরীক্ষা করতে পারবে - এটি আমারও উপযুক্ত বলে মনে হচ্ছে। আশা করি আপনিও এই নিবন্ধ নিরীক্ষা কাজে এবং লেখার জন্য আমাদের পাশে থাকবেন। ভবিষ্যতেও বিভিন্ন ক্ষেত্রে আপনার সহযোগিতা কাম্য করি। Asked42 (talk) 09:26, 17 July 2023 (UTC)[reply]
সকল সম্পাদকগণ যদি কোনো অজড়িত সম্পাদকের দ্বারা নিবন্ধ নিরীক্ষা (যে অন্তত একটি নিবন্ধ প্রকাশিত করেছে) - এই প্রস্তাবটির জন্য যদি কোনো মতামত থাকে তাহলে দয়া করে মন্তব্য প্রদান করতে অনুরোধ করছি। বর্তমান অবস্থায় যদি সবকিছু ঠিক থাকে তাহলে আগস্ট মাস থেকে এই প্রক্রিয়া চালু করা হতে পারে এবং সেই সম্পর্কিত যথাযথ নীতিগুলি পরিবর্তন করা হবে। ধন্যবাদ। Asked42 (talk) 20:47, 19 July 2023 (UTC)[reply]
সম্মানিত সম্পাদকগন, আমার ধারণায় বর্তমানে নিবন্ধ নিরীক্ষণের পরিকাঠামোর জন্য প্রায় সকল কাজই সম্পন্ন হয়েছে, অপেক্ষা শুধু সক্রিয় সম্পাদকদের যারা নিরীক্ষক হতে ইচ্ছুক। যেকোনো সম্পাদক যিনি কমপক্ষে একটি নিবন্ধ লিখেছেন, এই তালিকায় নিজ নাম যুক্ত করার দ্বারা এবং easy-dialog/review স্ক্রিপ্টটিকে ইনস্টল করার দ্বারা, উইকিসংবাদ:নিবন্ধ নিরীক্ষা নির্দেশাবলীর ভিত্তিতে প্রকাশিত ও অপ্রকাশিত নিবন্ধ গুলোর নিরীক্ষণ শুরু করতে পারেন। ধন্যবাদ । Asked42 (talk) 05:20, 11 September 2023 (UTC)[reply]
easy review স্ক্রিপ্ট দ্বারা নিবন্ধ নিরীক্ষণ সম্পর্কিত সহায়তার জন্য প্রকাশন নিরীক্ষা/নথি এই পাতাটিতে একটি নজর দিতে পারেন। শুভেচ্ছা । Asked42 (talk) 05:22, 11 September 2023 (UTC)[reply]

নীতিমালা প্রস্তাব

edit

নীতিমালা দুটো ইংরেজি উইকিসংবাদ হতে নেওয়া হয়েছে। এগুলোকে বাংলা উইকিসংবাদের নীতিমালা করার প্রস্তাব করছি। এ বিষয়ে সকলের মতামত চাচ্ছি। কেউ চাইলে কিছু পরিবর্তনের জন্যও বলতে পারেন। –TANBIRUZZAMAN (💬) 14:41, 22 September 2023 (UTC)[reply]

মতামত

  সমর্থন Rakibul Hasan Munna (talk) 14:57, 22 September 2023 (UTC)[reply]
  সমর্থন - এই দুটোই প্রায় সকল উইকিমিডিয়া প্রকল্পের মৌলিক এবং বৈশ্বিক ভাবে গ্রহণযোগ্য, বাংলা উইকিসংবাদে একটি আদর্শ পরিকাঠামো গঠনে কপিরাইট নীতি ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নীতিগুলোর মতনই এই অপসারণ জনিত নীতিগুলোর প্রয়োজনীয়তাও উল্লেখযোগ্য। Asked42 (talk) 16:14, 22 September 2023 (UTC)[reply]

সর্বাধিক সক্রিয় বছরের জন্য অভিনন্দন!

edit

স্বাভাবিকভাবেই, এই বছর উইকিসংবাদের সবচেয়ে সক্রিয় বছর গুলোর মধ্যে একটি ছিল। সকল সম্পাদকগণ যারা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে প্রকল্পে অবদান রেখেছেন, আপনাদের অনেক ধন্যবাদ। আশা করি এই বছরও উইকিসংবাদ আপনাদের অমূল্য সম্পাদনার সাক্ষী হবে। শুভেচ্ছান্তে, Asked42 (talk) 13:56, 31 December 2023 (UTC)[reply]