Wn/bn/উইকিসংবাদ:আলোচনাসভা

< Wn‎ | bn
Wn > bn > উইকিসংবাদ:আলোচনাসভা
উইকিসংবাদের আলোচনাসভায় স্বাগতম

উইকিসংবাদের আলোচনাসভায় আপনাকে স্বাগতম। এই পাতাটি উইকিসংবাদ সংক্রান্ত সকল আলোচনার জন্য উন্মুক্ত। এখানে প্রশাসন সংক্রান্ত বা সংবাদ বিষয়ে যেকোনো প্রসঙ্গ তুলে ধরতে পারেন। এখানে যে কেউ উইকিসংবাদ সংক্রান্ত যে কোন ধরনের যৌক্তিক আলোচনার সূত্রপাত করতে পারবেন। এছাড়াও পুরনো কোন বিষয়ে মন্তব্য করতে চাইলে সংশ্লিষ্ট অনুচ্ছেদের শেষে আপনার মন্তব্য যোগ করুন। দয়া করে চারটি টিন্ডা চিহ্ন (~~~~) যুক্ত করার মাধ্যমে আপনার মন্তব্যে স্বাক্ষর করুন। ধন্যবাদ।

নতুন সংবাদ নেই কেনো?Edit

বর্তমানে এই উইকিতে তেমন কোনো ব্যক্তির অবস্থান দেখছি না। এমনকি প্রশাসকও তেমন নেই। কিছু নিবন্ধ দেয়ার চেষ্টা করেছি কিন্তু কোনো সাড়া পাই নি। --Notbrev (talk) 15:28, 28 April 2021 (UTC)Reply[reply]

Notbrev, আপনি ঠিকই বলেছেন -- বর্তমানে বাংলা উইকিসংবাদে তেমন কোনো সক্রিয় অবদানকারী নেই। তবে আমি এই উইকিতে নিয়মিতই কাজ করি। আর আমিই বর্তমানে বাংলা উইকিসংবাদের একমাত্র প্রশাসক। কোনো সাহায্য প্রয়োজন হলে আমার আলাপ পাতায় জিজ্ঞেস করতে পারেন। আপনি যদি এই উইকিতে কাজ করতে চান তবে আপনাকে স্বাগতম। আমরা দুইজন মিলে এই উইকিতে কিছু পাতা তৈরি করতে পারি। আপনি নিবন্ধ তৈরি করতে থাকুন। কোনো সমস্যা হলে আমি তা ঠিক করে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ। T@hmid (T@lk) 03:46, 29 April 2021 (UTC)Reply[reply]
@Notbrev: ধন্যবাদ একটা নিবন্ধ জমা দিয়েছি একটু ঠিক করে দিলে ও নির্দেশনা দিলে উপকৃত হতাম :) [বি.দ্র.: উত্তর ও ping টেমপ্লেট/ছাঁচ আনতে হবে] --Notbrev (talk) 04:36, 29 April 2021 (UTC)Reply[reply]
Notbrev, ধীরে ধীরে সব ঠিক করা হবে। আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। আশা করি নিয়মিত সম্পাদনা চালিয়ে যাবেন। -- T@hmid (T@lk) 13:19, 29 April 2021 (UTC)Reply[reply]