Wn/bn/আসামি ধরতে গিয়ে গোলাগুলি: দুই এফবিআই এজেন্ট নিহত

< Wn | bn
Wn > bn > আসামি ধরতে গিয়ে গোলাগুলি: দুই এফবিআই এজেন্ট নিহত

বুধবার, ৩ ফেব্রুয়ারি ২০২১

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আসামি ধরতে গিয়ে গোলাগুলির ঘটনায় দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এফবিআইয়ের দুই এজেন্ট নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকালের এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। হামলাকারী পরে আত্মঘাতী হন।

এফবিআইয়ের নিহত দুই এজেন্ট হলেন ড্যানিয়েল আলফিন (৩৬) ও লাওরা সুয়ার্জেনবার্গ (৪৩)।

হামলাকারীকে গ্রেপ্তারের আগেই তিনি আত্মঘাতী হন। তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

শিশুদের যৌন নিপীড়নমূলক ঘটনায় ফেডারেল আদালতের ‘সার্চ ওয়ারেন্ট’ নিয়ে তল্লাশি করতে এফবিআই এজেন্টসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়েছিলেন।

সন্দেহভাজন হামলাকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে নিজেকে ভেতরে অবরুদ্ধ করে রাখেন। তখন তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করলে তিনি এফবিআই এজেন্টসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে হতাহত হওয়ার ঘটনা ঘটে।

এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে এ ঘটনায় একটি বিবৃতি দিয়েছেন। নিহত এফবিআই এজেন্টদের জাতীয় বীর হিসেবে আখ্যায়িত করে তিনি বলেছেন, এফবিআই এজেন্টরা প্রতিদিন দেশ ও জাতির জন্য নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে থাকেন। আজ এই বীরেরা জাতির জন্য যে আত্মত্যাগ করে গেলেন, তা চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।

ভারপ্রাপ্ত মার্কিন অ্যাটর্নি জেনারেল মন্টি উইলকিনসন এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি নিহত ব্যক্তিদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


উৎস

edit