Welcome to Wikimedia Incubator!

At the right there are some important links, and here are some tips and info:

If you have any questions, feel free to ask them on Incubator:Community Portal.

-- Welcoming Bot 19:17, 20 October 2013 (UTC)Reply

নিবন্ধের আকার

edit

কয়েকটি নিবন্ধ আকারে বেশ ছোট। একটু বড় করে নিবন্ধ বানিয়েন। --Aftabuzzaman (talk) 19:10, 7 April 2018 (UTC)Reply

ভাইরে, গ্রন্থে যে এটুকুই রয়েছে! ক্ষুদ্র নিবন্ধগুলোয় ট্যাগ সাঁটানো যেতে পারে! অথবা অন্য ব্যবহারকারী(গণ) কর্তৃক সম্প্রসারণযোগ্য!! - Suvray (talk) 01:18, 8 April 2018 (UTC)Reply

এক সম্পাদনায় একটা নিবন্ধ না বানিয়ে একাধিক সম্পাদনায় ঐ একই আকারের নিবন্ধ বানান, দরকার না লাগলেও। আমরা যে কাজ করছি তা অনুমোদন কমিটিকে দেখাতে দরকার। Aftabuzzaman (talk) 00:58, 12 April 2018 (UTC)Reply

অতীব গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করায় ধন্যবাদ! প্রান্তিক লেককে হ্রদে রূপান্তরের পূর্বে আলোচনার দরকার ছিল; কেননা গ্রন্থে পূর্বোক্তটিই রয়েছে। ধন্যবাদ। - Suvray (talk) 01:36, 12 April 2018 (UTC)Reply
গ্রন্থে প্রায় সকল ক্ষেত্রে বিভিন্ন হ্রদকে ইংরেজি শব্দ লেক হিসেবে লেখার প্রবণতা দেখছি। পূর্ব নামে নেয়ার আগে জানতে চাই এটি কি সাধারণ প্রাকৃতিক হ্রদ (উদা. কাপ্তাই হ্রদ) না এটিকে নিয়ে কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান পর্যটন ব্যবসা করছে যারা এটিকে "লেক" হিসেবে ব্র‍্যান্ড করেছে (উদ. ফয়েজ লেক)?। Aftabuzzaman (talk) 14:52, 12 April 2018 (UTC)Reply
মনোরম প্রশ্নের জন্য ধন্যবাদ জানাই আপনাকে। কৃত্রিম/প্রাকৃতিকের বিষয়টি জানা নেই! ফ্রুটস ভ্যালি, বন্যপ্রাণ/বন্যপ্রাণী অভয়ারণ্যের বিষয়টিও তদ্রুপ। - Suvray (talk) 15:11, 12 April 2018 (UTC)Reply
প্রশ্নটি এই জন্য করেছি যে, এটা যদি ফ্রুটস ভ্যালির মত হয় যেটা কোন ব্যক্তি/প্রতিষ্ঠানের আওতাধীন, তাদের ব্রান্ড নাম, তবে নাম বাংলাকরার সুযোগ নেই। অন্য দিকে যদি কাপ্তাই হ্রদের মত হয় তবে নাম অনুবাদ করতে হবে (যেমন: বাংলায় হ্রদ, ইংরেজিতে লেক, ইতালীয়তে লাগো lago)। তাই আগে এটির উত্তর খুঁজতে হবে। তারপর আমরা লেক ব্যবহার করব নাকি করব না তার সিদ্ধান্ত নেয়া যাবে। (আমি ২য়টি ধরে হ্রদ করেছিলাম) Aftabuzzaman (talk) 19:11, 12 April 2018 (UTC)Reply

গত মাসের মত এই মাসেও কিছু নিবন্ধ তৈরি করতে পারলে খুব ভালো হয়। Aftabuzzaman (talk) 20:03, 5 May 2018 (UTC)Reply

চেষ্টা করবো! তবে জ্যেষ্ঠ সন্তানের চিকিৎসা বিষয়ে চিন্তিত আমি। - Suvray (talk) 01:30, 6 May 2018 (UTC)Reply
নিশ্চয়ই, আগে পরিবার পরে অন্য কিছু। --Aftabuzzaman (talk) 19:31, 7 May 2018 (UTC)Reply