Wn/bn/মাদ্রিদে একটি বিল্ডিংয়ে বিস্ফোরণে নিহত অন্তত চার

< Wn‎ | bnWn > bn > মাদ্রিদে একটি বিল্ডিংয়ে বিস্ফোরণে নিহত অন্তত চার

শনিবার, জানুয়ারি ২৩, ২০২১

গত বুধবারে স্পেনের মাদ্রিদের একটি বিল্ডিংয়ে বিষ্ফোরণে অন্তন চার জন্য মারা গিয়েছে।

প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য অনুযায়ী সেখান থেকে গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছিল। বিল্ডিংটি রোমান ক্যাথলিক চার্চের মালিকানাধীন এবং বিস্ফোরণে বিদ্ধস্ত হয়ে যায়। নিহতদের মাঝে একজন ইলেকট্রিশিয়ানও ছিল যিনি ঐসময় ঐ বিল্ডিংয়ের বয়লার পরীক্ষা করছিলেন।

Cquote1.svg এটা ভূমিকম্পের মতো ছিল; আমি ভেবেছিলাম কোনো বোমা বিস্ফোরণ হয়েছে। Cquote2.svg

—প্রত্যক্ষদর্শী, El País-কে জানায়।

দূর্ঘটনায় অন্তত আরও দশ জন আহত হয়েছে। রিপোর্ট অনুসারে বিল্ডিংয়ে স্থানীয় সময় দুপুর ২টা থেকে গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছিল। তাই ডেভিড সান্তোস মুনোজ নামের একজন ইলেকট্রিশিয়ানকে বয়লার পরীক্ষা করে দেখতে ডাকা হয়। এরপরে দুপুর ২ঃ৫৬-তে বিল্ডিংয়ে বিস্ফোরণ হয়। এর ফলে ঐ ইলেকট্রিশিয়ান ও আরও তিন জন মারা যায়। বিল্ডিংয়ের পাশের একটি বারের মালিক এল প্যারিস-কে জানাই "এটা বোমা বিস্ফোরণের মতো ভয়ানক ছিল, ভয়ংকর শব্দ হয়েছিল।" একজন প্রত্যক্ষদর্শী পত্রিকাটিকে জানায়, "একটা ভূমিকম্পের মতো ছিল; আমি ভেবেছিলাম কোনো বোমা বিস্ফোরণ হয়েছে।"

বিস্ফোরণের স্থানের পাশেই একটি বিদ্যালয় ও একটি নার্সিং হোম ছিল। শহরটির মেয়র জোস লুইস মার্টিনেজ-আলমিদা'র বক্তব্য অনুযায়ী নার্সিং হোমটিতে সামান্য ক্ষতি হয়েছে। তবে বিদ্যালয় ও নার্সিংহোমের কেউ আহত হয়নি। টিভিই অনুসারে শহরে তুষারপাতের কারণে বিদ্যালয় ঐসময় বন্ধ ছিল।


উৎসEdit