সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৩
সম্পর্কিত শিরোনামগুলো | |
---|---|
| |
অংশগ্রহণ | |
বিজয় দিবস বাংলাদেশে বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র পালন করা হয়। প্রতি বছর ১৬ই ডিসেম্বর বাংলাদেশে দিনটি বিশেষভাবে পালিত হয়। এদিন বাংলাদেশে সরকারী ছুটির দিন। ৯ মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হানাদার পাকিস্তানী বাহিনীর প্রায় ৯০,০০০ সদস্য বাংলাদেশ ও ভারতের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর ফলে পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। এ উপলক্ষে প্রতি বছর বাংলাদেশে দিবসটি যথাযথ ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে পালিত হয়।
২০১৩ সালের ১৬ ডিসেম্বরের বিজয় দিবসটিকে স্বরণীয় করে রাখতে ও বিশ্বরেকর্ড গড়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় প্রায় ২৭ হাজার ১১৭ জন মানুষের মাধ্যমে বাংলাদেশ সময় বেলা ১টা ৩৬ মিনিটে শেরেবাংলা নগরের প্যারেড গ্রাউন্ডে প্রায় ছয় মিনিট ও ১৬ সেকেন্ড লাল ও সবুজের মাধ্যমে বাংলাদেশের জাতীয় পতাকা ফুটিয়ে তোলা হয়। এর নাম দেওয়া হয়েছিল ‘লাল-সবুজের বিশ্বজয়’।
উল্লেখ্য, অংশগ্রহণকারীর সংখ্যার দিক দিয়ে গিনেস বুকে এর আগের রেকর্ডটি পাকিস্তানের। গত বছর ২১ অক্টোবর লাহোর হকি স্টেডিয়ামে ওই মানব-পতাকার অংশ হয়েছিলেন ২৪ হাজার ২০০ পাকিস্তানি।
উৎস
edit- "‘বিশ্বজয়ের’ মানব-পতাকায় ২৭ হাজার মুখ" — বিডিনিউজ২৪.কম, ডিসেম্বর ১৬, ২০১৩
- "২৭ হাজার মানুষ দিয়ে লাল-সবুজের একটি পতাকা" — বিবিসি বাংলা, ডিসেম্বর ১৬, ২০১৩