Wn/bn/দক্ষিণ কোরিয়ার প্রসারিত বিমান প্রতিরক্ষা এলাকার ঘোষণা

< Wn‎ | bn
Wn > bn > দক্ষিণ কোরিয়ার প্রসারিত বিমান প্রতিরক্ষা এলাকার ঘোষণা
  এই নিবন্ধটি ৬ ডিসেম্বর, ২০২৩ অনুযায়ী নিরীক্ষণ বা পর্যালোচনা করা হয়নি। এখানে প্রদর্শিত তথ্যগুলোর পুনঃমূল্যায়ন করুন। (আরও জানুন)

রবিবার, ৮ ডিসেম্বর ২০১৩

দক্ষিণ কোরিয়া তার বিমান প্রতিরক্ষা এলাকা সম্প্রসারিত করতে চাচ্ছে, যে এলাকাটি চীন, আগে থেকেই দাবি কর আসছে। পাহাড়ে আবৃত এ এলাকাটি উভয় দেশই তাদের নিজেদের বলে দাবি করেছে। গত মাসে চীনের ঘোষণা করা তাদের বিমান প্রতিরক্ষা এলাকা সম্প্রসারন বিষয়ে এ অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে।

দক্ষিণ কোরিয়ায় জায়গাটি লিওদু নামে এবং চীনে সুয়েন নামে পরিচিত। এ সপ্তাহের প্রথমদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলে ছিলেন, “চীনের এই ঘোষণার মাধ্যমে এ অঞ্চলে মারাত্বক উত্তেজনা দেখা দিতে পারে।”


উৎস edit

  • "South Korea announces expanded air defence zone" — বিবিসি, 8 December 2013
  • Jung Ha-Won। "S. Korea declares expanded air defence zone in disputed area" — ইয়াহু সংবাদ, ৮ই ডিসেম্বর ২০১৩


  শেয়ার করুন!
  শেয়ার করুন!