Wn/bn/কানাডীয় ধর্মীয় নেতার মৃত্যুর ঘটনায় ভারতকে অভিযুক্ত করে তদন্তের দাবি কানাডার

< Wn | bn
Wn > bn > কানাডীয় ধর্মীয় নেতার মৃত্যুর ঘটনায় ভারতকে অভিযুক্ত করে তদন্তের দাবি কানাডার

বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (ডানে) ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (বামে)
রাজনীতি ও দ্বন্দ্ব
রাজনীতি ও দ্বন্দ্ব
সম্পর্কিত শিরোনামগুলো
অংশগ্রহণ
ভূমিকা  •  সংবাদকক্ষ  •  নিবন্ধ সৃষ্টিকরণ

কানাডীয় ধর্মীয় নেতা হারদিপ সিং নিজ্জার মৃত্যুতে ভারত সরকারকে অভিযুক্ত করে মন্তব্য করেছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

গত ১৮ই জুন কানাডীয় ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি শিখ মন্দিরের বাইরে শিখ নেতা হারদিপ সিং নিজ্জারকে গুলি করে হত্যা করা হয়।

গত সোমবার কানাডীয় সংসদের নিম্ন সংসদ হাউজ অব কমন্সের সভায় ট্রুডো দাবি করেন কানাডার গোয়েন্দা সংস্থা নিজ্জারের হত্যার সাথে ভারত সরকারের সংশ্লিষ্টতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ খুঁজে পেয়েছে। যদিও ভারত এ অভিযোগকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে অস্বীকার করে।

এ ঘটনার জেরে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর প্রধানকে বহিষ্কার করে কানাডা। কানাডার নাগরিকদের জন্য ভিসা বন্ধ করে ভারতও পদক্ষেপ নেয়। ‘পরিচালনা সংক্রান্ত কারণে’ এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানায় ভিসা সেবা দাতা প্রতিষ্ঠান বিএলএস।

কয়েক মাস ধরে চলতে থাকা দুই দেশের খারাপ সম্পর্ক এখন তলানিতে গিয়ে ঠেকেছে বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা।




উৎস

edit