Wn/bn/উত্তর কোরিয়া সন্ত্রাসের আখরা - দক্ষিণ কোরিয়া

< Wn‎ | bnWn > bn > উত্তর কোরিয়া সন্ত্রাসের আখরা - দক্ষিণ কোরিয়া

মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০১৩

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি বলেছেন বর্তমান সময়ে উত্তর কোরিয়ায়র প্রভাবশালী নেতা চ্যাং সং-থায়েককে অপসারন করার মাধ্যমে দেশটিতে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ক্ষমতার এমন বড়ধরনের রদবদল দেশটিতে সন্ত্রাসকে উস্কে দেবে। উল্লেখ্য, গত ৩ই ডিসেম্বর উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি কিম জং উনের ফুফা চ্যাং সং-থায়েককে সরকার ও পার্টির সকল ধরনের পদ থেকে অর্থনৈতিক অব্যবস্থাপনা, দুর্নীতি, নারীলিপ্সা, নেশাগ্রস্ততার মতো অপরাধমূলক কর্মকান্ডের জন্য বরখাস্থ করা হয়।

দক্ষিণ কোরয়িার রাষ্ট্রপতি এক বিবৃতিতে বলেন, “এখন থেকে উত্তর ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক আরো অস্থির হতে পারে।” দক্ষিণ কোরিয়া মনে করে চ্যাং সং-থায়েককে অপসারনের মাধ্যমে কিম জন উনেরে কাছে একক ক্ষমতা কুক্ষিগত হলো।


উৎসEdit