Wn/bn/উত্তর কোরিয়া সন্ত্রাসের আখরা - দক্ষিণ কোরিয়া

< Wn‎ | bn
Wn > bn > উত্তর কোরিয়া সন্ত্রাসের আখরা - দক্ষিণ কোরিয়া
  এই নিবন্ধটি ২৪ এপ্রিল, ২০২৪ অনুযায়ী নিরীক্ষণ বা পর্যালোচনা করা হয়নি। এখানে প্রদর্শিত তথ্যগুলোর পুনঃমূল্যায়ন করুন। (আরও জানুনশোধন)

মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৩

রাজনীতি ও দ্বন্দ্ব
সম্পর্কিত শিরোনামগুলো
অংশগ্রহণ

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি বলেছেন বর্তমান সময়ে উত্তর কোরিয়ার প্রভাবশালী নেতা চ্যাং সং-থায়েককে অপসারণ করার মাধ্যমে দেশটিতে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ক্ষমতার এমন বড়ধরনের রদবদল দেশটিতে সন্ত্রাসকে উস্কে দেবে। উল্লেখ্য, গত ৩ই ডিসেম্বর উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি কিম জং উনের ফুফা চ্যাং সং-থায়েককে সরকার ও পার্টির সকল ধরনের পদ থেকে অর্থনৈতিক অব্যবস্থাপনা, দুর্নীতি, নারীলিপ্সা, নেশাগ্রস্ততার মতো অপরাধমূলক কর্মকান্ডের জন্য বরখাস্ত করা হয়।

দক্ষিণ কোরয়িার রাষ্ট্রপতি এক বিবৃতিতে বলেন, “এখন থেকে উত্তর ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক আরও অস্থির হতে পারে।” দক্ষিণ কোরিয়া মনে করে চ্যাং সং-থায়েককে অপসারণের মাধ্যমে কিম জন উনেরে কাছে একক ক্ষমতা কুক্ষিগত হলো।


উৎস edit

  • "South Korea warns of North Korea's 'reign of terror'" — বিবিসি, ডিসেম্বর ১০, ২০১৩
  • Ju-min Park। "North Korea's "reign of terror" worries South's leader" — রয়টার্স, ডিসেম্বর ১০, ২০১৩


শেয়ার করুন!

ইমেইল করুন এই খবরকে

ফেসবুকে শেয়ার করুন

টেলিগ্রামে শেয়ার করুন

লিঙ্কডইনে শেয়ার করুন

টুইটারে শেয়ার করুন

শেয়ার করুন!

ইমেইল করুন এই খবরকে

ফেসবুকে শেয়ার করুন

টেলিগ্রামে শেয়ার করুন

লিঙ্কডইনে শেয়ার করুন

টুইটারে শেয়ার করুন