শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২০
সম্পর্কিত শিরোনামগুলো | |
---|---|
| |
অংশগ্রহণ | |
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত, পাবনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মাওলানা আব্দুস সুবহান গতকাল (১৪ ফেব্রুয়ারি, শুক্রবার) দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
আজ (শনিবার) দুপুর ২টায় পাবনা দারুল আমান ট্রাস্ট ময়দান (কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন) মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এতে জামায়াতের আমির ডা.শফিকুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সহ জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর তাকে আরিফপুর কবরস্থানে দাফন করা হয়।
২০১২ সালের ২০ সেপ্টেম্বর বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে আবদুস সুবহানকে আটক করা হয়। সেই থেকে তিনি কারাবন্দি ছিলেন। ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই জামায়াত নেতার বিরুদ্ধে প্রসিকিউশনের আনা ৯টি অভিযোগের মধ্যে ৬টি প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনাল-২ এ তার মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো হল- ঈশ্বরদী কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বের করে ২০ জনকে হত্যা, সাহাপুর গ্রামে ছয়জনকে হত্যা, সুজানগর থানার ১৫টি গ্রামে কয়েকশ মানুষকে হত্যা, পাকশী ইউনিয়নের যুক্তিতলা গ্রামে পাঁচজনকে হত্যা, থানার ভাড়ারা এবং দেবোত্তর গ্রামে অপহরণ ও হত্যা। এ রায়ের বিরুদ্ধে তিনি আপিল করলেও তা এখনো নিষ্পত্তি হয়নি।
এরই মাঝে গত ২৪ জানুয়ারি অসুস্থতাবোধ করায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তিনি হাসপাতালের ৭০১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
উৎস
edit- "মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুস সুবহানের মৃত্যু" — দৈনিক আমাদের সময়, ১৪ ফেব্রুয়ারি ২০২০
- "অবৈধ ইউআরএল" — দৈনিক নয়া দিগন্ত, ১৪ ফেব্রুয়ারি ২০২০