Wq/bn/আল্লামা ইকবাল

< Wq‎ | bnWq > bn > আল্লামা ইকবাল
Iqbal.jpg

আল্লামা মুহাম্মদ ইকবাল (৯ই নভেম্বর ১৮৭৭ - ২১শে এপ্রিল ১৯৩৮) ছিলেন উর্দু ও ফার্সী ভাষার একজন বিখ্যাত কবি। কবিতা ছাড়াও ইসলামের পুনরুত্থানের চিন্তার জন্যও তাকে শ্রেষ্ঠত্ব দেয়া হয়।

উক্তিEdit

  • চীন ও আরব আমাদের, ভারত আমাদের, মুসলিম আমরা, পুরো দুনিয়া আমাদের।
  • ধর্ম কোনো মতবাদ নয়, কোনো পৌরহিত্য নয়, কোনো অনুষ্ঠান নয়, বরং ধর্ম এমন একটি জীবনবিধান যা মানুষকে বিজ্ঞানের যুগেও তার দায়িত্ব পালনে প্রস্তুত করে এবং তার প্রতীতিকে দৃঢ় সক্ষম করে দেয়, যার ফলে সে সত্যোপলব্ধিতে সক্ষম হয়ে উঠে।

শক্তিEdit

  • কোনো মিথ্যাও যদি শক্তিশালী হয়ে পড়ে, তাহলে সেটাকেই সত্য বলে ধরে নেয়া হয়।
  • মাহদীর আবির্ভাবের স্বপ্ন না দেখে নিজেই মাহদী হয়ে যাও।

আরও দেখুনEdit

বহিঃসংযোগEdit

উইকিপিডিয়াতে এ সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে:
উইকিমিডিয়া কমন্সে এই সম্পর্কিত মিডিয়া রয়েছে: