Wp/rkt/কামতাপুরী সাহিত্য

< Wp‎ | rkt
Wp > rkt > কামতাপুরী সাহিত্য

১। উদ্ভব কাল (৭ম শতিকার থাকিআ ১২ শতিকা পর্য্যন্ত)

২। প্রাচীন কাল (১৩শ শতিকার থাকিআ ১৬শ শতিকা পর্য্যন্ত)

৩। মধ্যযুগ (১৭শ শতিকার থাকিআ ১৯শ শতিকার পত্থম ভাগ পর্য্যন্ত)

৪। আধুনিক কাল (১৯শ শতিকার শেষ ভাগের থাকিআ বর্তমান পর্য্যন্ত)

উদ্ভব কাল edit

তাম্রপত্র, চর্য্যাপদ, বড়ু চণ্ডীদাশের "শ্রীকৃষ্ণ কীর্ত্তন" ইত্যাদি ।

প্রাচীন কাল edit

হেম সরস্বতী, কবিরত্ন সরস্বতী, রুদ্র কন্দলী, মাধব কন্দলী আদির সাহিত্য সমগ্র, পাঁচালী সাহিত্য, শ্রীমন্ত শঙ্করদেব, মাধবদেব, রাম সরস্বতী, কংসারি কায়স্থ, কপাল চন্দ্র দ্বিজ, মালাধর বসু, রঘুনাথ পণ্ডিত, রত্নাকর কন্দলী, সার্বভৌম ভট্টাচার্য্য, শ্রীধর কন্দলী আদির সাহিত্য সমগ্র ।

মধ্যযুগ edit

কবিন্দ্র পাত্র, বিপ্র বিশারদ, গোপাল চরণ দ্বিজ, গোবিন্দ মিশ্র, নীলকণ্ঠ, গোবিন্দ দাস, কবিশেখর, শ্রীনাথ ব্রাহ্মণ, দ্বিজকবিরাজ, নারায়ণ দ্বিজ, দ্বিজরঘুরাম আদির সাহিত্য সমগ্র; মহাভারত, রামায়ণ, পুরাণ সাহিত্য; কৃষ্ণদাস বৈরাগী, রামাই পণ্ডিত আদির সাহিত্য সমগ্র; নাথ সাহিত্য; অদ্ভুত আচার্য্য, ভট্টদেব আদির সাহিত্য সমগ্র; চরিত সাহিত্য, বুরঞ্জী সাহিত্য ইত্যাদি।

আধুনিক কাল edit

আধুনিক কালের সাহিত্যিক- রতিরাম দাস, রায় সাহেব পঞ্চানন বর্মা, রাধানাথ দাস, হেমকান্তি রায়, শ্যামাপদ বর্মণ, কলীন্দ্র নাথ বর্মণ, পথিক (বিনোদ বিহারী বর্মণ), বাউদিয়া রায়, তুষার বন্দোপাধ্যায়, फुल सिंह राजबंशी, गोपाल प्रसाद राजबंशी, ठकन्त लाल राजबंशी, भूमि लाल राजबंशी, महेश लाल राजबंशी, एस.एल. शर्मा, बसन्त कुमार दास, সন্তোষ সিংহ, কমলেশ সরকার, শিবেন্দ্র নাথ মণ্ডল, গোপাল রায়, ড° উপেন্দ্র নাথ সরকার, রবীন্দ্র নারায়ণ মণ্ডল, বাচ্চা মোহন রায়, হরিপদ রায়, যতীন বর্মা, ডাঃ রমেন্দ্র নাথ অধিকারী, গৌরী মোহন রায়, অম্বিকাচরণ চৌধুরী, ডাঃ দ্বিজেন্দ্র নাথ ভকত, সুজন বর্মন, বীরেন রায়, ধর্ম নারায়ণ বর্মা, রামেশ্বর রায়, ভূপেন রায়, ব্রজেন রায়, দেশবন্ধু চক্রবর্ত্তী, সুধীর রঞ্জন রায়, হিতেশ্বর রায়, অরুণ কুমার রায়, আজগর আলী সেখ, গুণেশ্বর অধিকারী, ক্ষিতিন্দ্র মোহন সরকার, শ্যামল কুমার রায়, অনন্ত রায়, মিনতী অধিকারী, গীতা সরকার, কাছেমা খাতুন, প্রবীন চন্দ্র রায়, বজলে রহমান, নিয়তি রায়, নগেন্দ্র নাথ রায়, আলোক রঞ্জন রায়, যামিনী কুমার বরুৱা, বিজয়কৃষ্ণ দেব বর্মণ, রঘুনাথ চৌধুরী, লাবন্য ভকত কৃষ্ণকান্ত রায়, অপূর্ব কুমার বর্মন, অমিতাভ রঞ্জন কানু, কন্দর্পজিৎ কল্লোল, স্পন্দন অনুরাগ বর্মণ, নীলিম অনুরাগ, শংখলীনা কোঁচ, রুদ্র কোঁচ, পীযুষ সরকার,জিতজ্যোতি পাটগিরি, রবীন্দ্র চন্দ্র রায়, কল্পজিৎ কৃষ্ণদেব বর্মণ, জয় চক্রবর্তী, নবনীতা রায়, পংকজ পরাণ বর্মণ, দেবাশীস শর্মা, নীল নীলিম, সত্যজিৎ বর্মন, আদিত্য কিরণ কোচ, ধনঞ্জয় সিনহা, দেব প্রসাদ বরুৱা, অনুপল রাজবংশী, ড° হরিচরণ দাস, অরূপজ্যোতি দাস, জ্যোতিকা রায়, কুমারী জেরিফা খাতুন, নীতিশ কুমার, রূপেন্দ্র নারায়ণ সিংহ, ড° প্রতিমা নিয়োগী, জ্যোতি কিষণ, অরূপ ইয়াং ইংতি, নির্মল বরুৱা, প্রাঞ্জল কোচ, পরিমিতা দত্ত বরুৱা, উত্তম কুমার রায়, ক্ষীরোদ দাস, জেরিনা আহমেদ, মৃণাল রাজবংশী, অনিল রাজবংশী (নেপাল), মাধুরিমা বর্মণ, पवन राजबंशी ইত্যাদি ।