শনিবার, ২১ ডিসেম্বর ২০১৩
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের স্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দীন ২০শে ডিসেম্বর ২০১৩ সালে শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিল ৮০ বছর।
সৈয়দা জোহরা তাজউদ্দীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর ১৯৭৭ সালে বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরেন ও আহ্বায়কের দায়িত্ব পালন করেন। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাজনীতিবীদরা শোক প্রকাশ করেন।
উৎস
edit- "চলে গেলেন সৈয়দা জোহরা তাজউদ্দীন" — দেশ টেলিভিশন, ডিসেম্বর ২০, ২০১৩
- "সৈয়দা জোহরা তাজউদ্দীন প্রয়াত" — বিবিসি বাংলা, ডিসেম্বর ২০, ২০১৩