Wn/bn/শিক্ষা প্রতিষ্ঠান খুলবে ১২ই সেপ্টেম্বর, চূড়ান্ত সিদ্ধান্ত রবিবার বৈঠকে

< Wn‎ | bn
Wn > bn > শিক্ষা প্রতিষ্ঠান খুলবে ১২ই সেপ্টেম্বর, চূড়ান্ত সিদ্ধান্ত রবিবার বৈঠকে
  এই নিবন্ধটি ১৪ এপ্রিল, ২০২৪ অনুযায়ী নিরীক্ষণ বা পর্যালোচনা করা হয়নি। এখানে প্রদর্শিত তথ্যগুলোর পুনঃমূল্যায়ন করুন। (আরও জানুনশোধন)

শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১

শিক্ষামন্ত্রী ১২ই সেপ্টেম্বর একই সাথে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলবেন বলে জানান। এর আগে নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা হবে বলে জানানো হয়েছিল। ১৩ই সেপ্টেম্বর মেডিকেল কলেজ খোলার খবর এসেছিল। শিক্ষামন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান সংক্রমণের নিম্নগতির কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে শুরুতেউ সপ্তাহে ৬ দিন ক্লাস হওয়ার সম্ভাবনা কম।

গত বছরের ১৭ই মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।


উৎস edit

  • শিক্ষা সময়। "শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী" — সময় টভি, ২০ টা ৮ মিঃ, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ফখরুল শাহীন, হাবিবুর রহমান খান। "১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খোলা : শিক্ষামন্ত্রী" — এনটিভি, ০৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫০, হালনাগাদ: ০৩ সেপ্টেম্বর, ২০২১, ১৪:৫৬


  শেয়ার করুন!
  শেয়ার করুন!