Wn/bn/লালবাগে বিষ্ফোরণে ছাত্রদলে নেতা নিহত

< Wn | bn
Wn > bn > লালবাগে বিষ্ফোরণে ছাত্রদলে নেতা নিহত

বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০১৫

রাজধানীর লালবাগে বিষ্ফোরণে আহত মাহবুব রহমান ওরফে বাপ্পী(২৫) চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার মারা গেছেন।নিউমার্কেট থানা ছাত্রদলের বিলুপ্ত কমিটির এই যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন,চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর পাঁচটায় বাপ্পী মারা গেছেন।গতকাল বুধবার পুরান ঢাকার লালবাগের একটি বাসায় এ বিষ্ফোরন ঘটে।এ বিষ্ফোরনে বাপ্পীর ডান হাত কনুই পর্যন্ত উড়ে গেছে।তিনি কাটাবনে বোমা বাপ্পী নামে পরিচিত।এ ঘটনায় আহত তিনজন বাপ্পীর বোন,ভগ্নিপতিসহ ১০ জনকে আটক করে পুলিশ।


উৎস

edit