বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরে বুধবার প্রবল বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকায় আবারো সতর্কতা জারি করা হয়েছে। ইতোমধ্যে এই অঞ্চলে বেশ কয়েকটি দাবানলে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। দমকল কর্মীরা এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লড়াই চালিয়ে যাচ্ছেন।
মঙ্গলবার বাতাসের গতি প্রত্যাশার তুলনায় কম থাকলেও, জাতীয় আবহাওয়া দপ্তর একটি সতর্কবার্তায় জানিয়েছে যে পরিস্থিতি এখনো পুরোপুরি নিরাপদ নয়। বুধবার দুপুর পর্যন্ত বাতাসের গতি বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নি সুরক্ষা বিভাগ (ক্যাল ফায়ার) জানিয়েছে, প্রায় ৩০ জন এখনো নিখোঁজ রয়েছেন এবং ইতোমধ্যেই পুড়ে যাওয়া এলাকাগুলোতে অনুসন্ধান চালানোর সঙ্গে সঙ্গে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। দাবানলে এ পর্যন্ত ১২,৩০০ ঘরবাড়ি ও স্থাপনা আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসের পশ্চিম অংশের প্যালিসেডস দাবানলে এখন পর্যন্ত ৯৬ বর্গকিলোমিটার এলাকা পুড়ে গেছে এবং বুধবার সকালে এটি ১৮% নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। শহরের পূর্ব পাশে সান গ্যাব্রিয়েল পর্বতমালার পাদদেশে ইটন দাবানলের ফলে ৫৭ বর্গকিলোমিটার এলাকা পুড়ে গেছে এবং এটি ৩৫% নিয়ন্ত্রণে রয়েছে বলে ক্যাল ফায়ার জানিয়েছে।
উৎস
edit- VOA News। "California firefighters battle wildfires as forecasters warn of dangerous winds" — VOA News, ১৫ জানুয়ারি, ২০২৫। সংগ্রহের তারিখ: ১৫ জানুয়ারি, ২০২৫। (ইংরেজি)
- James Liddell, Julia Musto, Holly Evans, Katie Hawkinson। "LA fires latest: ‘Most extreme’ weather alert issued as strong winds return and death toll climbs to 25" — The Independent, ১৫ জানুয়ারি, ২০২৫। সংগ্রহের তারিখ: ১৫ জানুয়ারি, ২০২৫। (ইংরেজি)
- "লস অ্যাঞ্জেলেস দাবানলে মৃতের সংখ্যা ২৪, প্রচণ্ড বাতাসের পূর্বাভাস" — বিবিসি নিউজ বাংলা, ১৩ জানুয়ারি, ২০২৫। সংগ্রহের তারিখ: ১৫ জানুয়ারি, ২০২৫