বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
আজ ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৩টা ৪৩মিনিটে ঢাকায় মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে প্রথমে দমকল বাহিনীর সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরবর্তীতে আরও দশটি ইউনিট সাথে যুক্ত হয়। এছাড়া দমকল বাহিনীর সাথে আরও যুক্ত হয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর বিশেষ দল।
এ ঘটনার প্রায় ৬ ঘন্টা পর অর্থাৎ আজ সকাল ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
উৎস
edit- ইত্তেফাক অনলাইন ডেস্ক। "৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন" — দৈনিক ইত্তেফাক, ১৪ সেপ্টেম্বর ২০২৩
- "এখনো জ্বলছে মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট" — কালের কন্ঠ, ১৪ সেপ্টেম্বর ২০২৩