Wn/bn/মেসি, রিবেরিকে হারিয়ে ব্যালন ডি`অর-এর মুকুট রোনালদোর হাতে

< Wn | bn
Wn > bn > মেসি, রিবেরিকে হারিয়ে ব্যালন ডি`অর-এর মুকুট রোনালদোর হাতে

মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০১৪

ফিফা ব্যালন ডি’অর ট্রফি

টানা চারবার বর্ষসেরার পুরস্কার ফিফা ব্যালন ডি’অর জিতে অনেকটা নিজের সম্পত্তি বানিয়ে ফেলা আর্জেন্টাইনবার্সা গোলমেশিন লিওনেল মেসি এবার পর্তুগীজ অধিনায়ক ও রিয়াল ফরোয়ার্ড রোনালদোর কাছে পুরস্কারটি হারালেন। ২০০৮ সালে তখনকার ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড হয়ে জেতার পর এবার ২য় বারের মতো এই মুকুট নিজের করলেন রোনালদো। ১৩ জানুয়ারি ২০১৪ তে ১৮৪টি দেশের জাতীয় দলের কোচ, অধিনায়ক ও ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের বাছাই করা ১৭৩ ক্রীড়া সাংবাদিকদের ভোটে ফিফা কংগ্রেস হাউসে এই কাঙ্খিত পুরস্কারে ভূষিত হন। বর্ষসেরা মহিলা ফুটবলার হন জার্মানির গোলকিপার নাদিন অ্যাঙ্গেরার আর সেরা কোচ হয়েছেন সাবেক ক্লাব বায়ার্ন মিউনিখকে প্রথমবারের মতো জার্মান ক্লাব হিসেবে ট্রেবল জেতানো কোচ ইয়ুপ হেইঙ্কেস।

ব্যালন ডি’অর দৌড়ে ২য় হওয়া মেসি পায় ১,২০৫ পয়েন্ট ও ৩য় হওয়া ফরাসি ফ্রাঙ্ক রিবেরি পান ১১২৭ পয়েন্ট। উল্লেখ্য যে রোনালদো ১,৩৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়। রোনালদো ৫৬ ম্যাচ খেলে করেন ৬৬ গোল আর ১৫ গোল সাহায্য করেন। মেসি ইনজুরির কারণে ২০১৩ সালের অনেকটা সময় মাঠের বাইরে থাকতে হয় এই কারণে মাত্র ৪৫ ম্যাচে করেন ৪২ গোল, বানিয়েছেন ১৫টি। রিবেরির এইদিকে দলীয় সফলতাই বেশি। বায়ার্নের ট্রেবল জয়ে তার ভুমিকা ছিল অনন্য। ৫২ ম্যাচে করেছেন ২২ গোল, সাহায্য করেছেন ১৮টিতে। ক্যারিয়ারের গোধূলি লগ্নে এমন পুরস্কার একাটা বাড়তি পাওয়াই হতো এই ফরাসি প্লে মেকারের।


উৎস

edit