Wn/bn/ভারত:মহারাষ্ট্রে ট্রেন দুর্ঘটনা, মৃত ১২

< Wn | bn
Wn > bn > ভারত:মহারাষ্ট্রে ট্রেন দুর্ঘটনা, মৃত ১২

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫

মহারাষ্ট্রে জলগাঁওয়ের অবস্থান, যেখানে দুর্ঘটনাটি ঘটেছিল
চিত্র কৃতিত্ব: Chumwa।
বিপর্যয় এবং দুর্ঘটনা
বিপর্যয় এবং দুর্ঘটনা
সম্পর্কিত শিরোনামগুলো
অংশগ্রহণ
ভূমিকা  •  সংবাদকক্ষ  •  নিবন্ধ সৃষ্টিকরণ

ভারতের মহারাষ্ট্র রাজ্যের জলগাঁও জেলায় মাহেজি ও পরধাড়ে স্টেশনের মাঝে একটি ট্রেন দুর্ঘটনায় ১২ জন মৃত এবং প্রায় সাতজন আহত হয়েছে। বুধবার পুষ্পক এক্সপ্রেসের যাত্রীগণ রেলগাড়িতে আগুন লেগেছে এই ভয়ে ট্রেন থেকে বেরিয়ে রেলপথে নেমে যায়। আর তখনই বিপরীত দিক থেকে কর্ণাটক এক্সপ্রেস তাদের চাপা দিয়ে বেরিয়ে যায়।

এক রেল আধিকারিক সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) জানিয়েছেন যে সম্ভবত "তপ্ত অক্ষ" বা "ব্রেক-বাইন্ডিং"-এর জন্য গাড়ির চাকায় আগুনের ফুলকির সৃষ্টি হচ্ছিল। এর ফলে যাত্রীগণ ট্রেনে আগুন লেগেছে এই ভয়ে ট্রেন থামানোর জন্য আপৎকালীন শিকল টেনেছিল। আগুনের ভয়ে নিজেদের বাঁচানোর জন্য তারা ট্রেন থেকে নেমে পড়ল আর পরবর্তী রেল ট্র্যাকের উপর পড়ল।

জলগাঁওয়ের জেলাশাসক আয়ুষ প্রসাদ অপর সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে সম্ভবত গাড়িতে আগুন লাগার গুজবের জন্যই প্রাণ বাঁচানোর জন্য কয়েকজন যাত্রী শিকল টেনে গাড়ি থামিয়ে পাশের ট্র্যাকে নেমে যায়। তবে আগুন লাগার গুজব যে সত্যিই ছড়িয়েছিল তা তিনি নিশ্চিতভাবে বলতে পারেননি।

দাভোসে অনুষ্ঠিত "বিশ্ব অর্থনৈতিক ফোরাম"-এর সম্মেলনে থাকাকালীন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স গাড়ির আয়োজন করার আশ্বাস দিয়েছেন। সেখানেই তিনি মৃতদের পরিবারকে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলেছেন।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা এবং মৃতদের পরিবারদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও শোকপ্রকাশ করেছেন।



উৎস

edit