রবিবার, ২৪ মার্চ ২০২৪
ব্রাজিলের সমুদ্রতীরবর্তী শহর রিও ডি জেনেইরোর কাছে এক অপরাধী দলের প্রধানকে গ্রেফতারের সময় পুলিশের অভিযানে অন্তত ১৩ জন নিহত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৩ মার্চ) রিও ডি জেনিরোর উত্তর-পূর্বে সাও গঞ্জালো শহরের একটি শ্রমিক শ্রেণীর আবাসিক এলাকা সালগুইরোতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের ভাষ্যমতে নিহতরা সবাই সন্দেহভাজন অপরাধী।
পুলিশ জানায়, ব্রাজিলের উত্তরাঞ্চলীয় রাজ্য পারায় মাদক চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত লিওনার্দো কোস্তা আরাউজো লুকিয়ে থাকার খবরে সেখানে অভিযান চালায় পুলিশ। তাকে গ্রেফতারের সময় পুলিশের ওপর হামলা করে অপরাধী চক্রের অন্য সদস্যরা। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে।
সংঘর্ষে আরাউজোও নিহত হয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে পারার বেশ কয়েকজন পুলিশ সদস্যকে হত্যার সঙ্গেও সে জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, আরাউজোকে গ্রেফতারে বৃহস্পতিবার চালানো এই অভিযানে হেলিকপ্টার ও সাঁজোয়া যানও ব্যবহার করা হয়। রিও ডি জেনিরোর রাজ্য পুলিশ শহরের বিস্তীর্ণ এলাকাগুলোতে নিয়মিতভাবে প্রাণঘাতী অভিযান চালায় বলে জানা গেছে।
রিও ডি জেনিরো রাজ্যের গভর্নর ক্লাউজো কাস্ত্রো সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘অন্য রাজ্যগুলো থেকে আসা দস্যুদের আস্তানা হিসেবে রিওকে ব্যবহার করতে দেব না আমরা।’
পুলিশ জানিয়েছে, অপরাধের সঙ্গে কোনো সম্পর্ক নেই এমন তিনজন স্থানীয় বাসিন্দা সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
উৎস
edit- "ব্রাজিলে পুলিশের অভিযানে নিহত ১৩" — যুগান্তর, ২৪ মার্চ, ২০২৩
- "ব্রাজিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ১৩" — বিডিনিউজ ২৪, ২৪ মার্চ, ২০২৩