Wn/bn/বিশ্বের প্রথম রাষ্ট্র হিসেবে গাঁজাকে বৈধতা দিল উরুগুয়ে

< Wn | bn
Wn > bn > বিশ্বের প্রথম রাষ্ট্র হিসেবে গাঁজাকে বৈধতা দিল উরুগুয়ে

বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৩

১১ই ডিসেম্বর উরুগুয়ের সংসদে দীর্ঘ বিতর্ক শেষে এক ঐতিহাসিক বিল পাশ হয়েছে, এই বিলের মাধ্যমে মাদক দ্রব্য গাঁজা গ্রহন ও বিপননকে উরুগুয়ের আইনে বৈধ ঘোষণা করা হয়েছে। বিল অনুসারে প্রাপ্ত বয়স্ক যে কোন নাগরিক মাসে সর্বোচ্চ ৪০ গ্রাম গাঁজা সেবন করতে পারবেন।

উরুগুয়ের রাষ্ট্রপতি জোসে মুজাইকা সংসদে এই বিলটি উত্থাপন করেন। মূলত মাদক ব্যবসা ঠেকাতেই উরুগুয়ে সরকার বিলটি অনুমোদন দেয়। এদিকে ২০১৩ সালের জুলাইয়ে পোপ ফ্রান্সিস ব্রাজিল সফরকালে এই বিলটি সম্পর্কে সমালোচনা করেছিলেন।


উৎস

edit