Wn/bn/বাস দূর্ঘটনাকে কেন্দ্র করে সিঙ্গাপুরে ভাঙ্গচুর-সংঘর্ষ

< Wn | bn
Wn > bn > বাস দূর্ঘটনাকে কেন্দ্র করে সিঙ্গাপুরে ভাঙ্গচুর-সংঘর্ষ

সোমবার, ৯ ডিসেম্বর ২০১৩

সিঙ্গাপুরের ভারতীয় ঘনবসতিপূর্ণ শহর লিটল ইন্ডিয়ায় গতকাল রোববার বাসের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে ঔ এলাকায় কয়েকশ মানুষ জড়ো হয়ে ভাঙ্গচুর ও পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পরে বলে রয়টার্সের খবরে বলা হয়েছে। পুলিশ এ ঘটনায় বিক্ষেভকারীদের মধ্যে ২৭ জনকে গ্রেফতার করেছে। আটক ব্যক্তিরা অধিকাংশ বাংলাদেশ, ভারও তথা দক্ষিণ এশিয়ার নাগরিক বলে জানা গেছে।

সিঙ্গাপুর পুলিশ জানিয়েছে দূর্ঘটনার পরপরই প্রায় চারশত মানুষ গিাড়িতে ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ করে। ওই সময় পুলিশের তিনটি গাড়িসহ একটি অ্যাম্বুলেন্স ও একটি মোটরসাইকেল পোড়ানো হয় বলে জানিয়েছে দ্য সিভিল ডিফেন্স ফোর্স (সিডিএফ)। উল্লেখ্য, ১৯৬৯ সালের পর সিঙ্গাপুরে এরকম বড় ধরনের সংঘর্ষ হয়নি।


উৎস

edit