Wn/bn/বাংলায় মুক্তি পেল ডোরেমন

< Wn | bn
Wn > bn > বাংলায় মুক্তি পেল ডোরেমন

বুধবার, ১০ ডিসেম্বর ২০১৪

শিশুদের জনপ্রিয় জাপানি আনিমে 'ডোরেমন' বাংলায় ডাব করে প্রচার শুরু করছে এশিয়ান টিভি। আজ থেকে প্রতিদিন বাংলাদেশের সসময় অনুযায়ী বিকেল সাড়ে ৫টায় এই বেসরকারি টিভি চ্যানেলে দেখা যাবে কার্টুনটি। পুনঃপ্রচার হবে সকাল ৮টা, ১০টা, দুপুর ১২টা এবং বিকেল ৫টায়। ফুজিকো এফ ফুজিওর তৈরি এই জাপানি আনিমে সিরিজটি কানহীন রোবট বিড়াল ডোরেমনকে নিয়ে। দ্বাবিংশ শতাব্দী থেকে সে এসেছে বর্তমান সময়ে। নোবিতা নামক স্কুল বালককে সাহায্য করে ডোরেমন। বাংলা ডাব করার ক্ষেত্রে কার্টুনটির নেতিবাচক দিকগুলো রাখা হয়নি। এশিয়ান টিভির পাশাপাশি বাংলায় 'ডোরেমন' সরাসরি দেখা যাবে ইন্টারনেটে।


উৎস

edit