Wn/bn/বাংলাদেশ জাতীয় দলে খেলার লক্ষ্যে সিলেটে পৌঁছালেন হামজা চৌধুরী

< Wn | bn
Wn > bn > বাংলাদেশ জাতীয় দলে খেলার লক্ষ্যে সিলেটে পৌঁছালেন হামজা চৌধুরী

সোমবার, ১৭ মার্চ ২০২৫

২০২১ সালে হামজা চৌধুরী

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী আজ (১৭ মার্চ ২০২৫) দুপুর ১১:৫০ মিনিটে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার উদ্দেশ্যে তার আগমনে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ দেখা গেছে।

হামজা চৌধুরী গতকাল বাংলাদেশ সময় রাত ২টায় ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেটের উদ্দেশ্যে রওনা হন। সিলেট বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাতজন নির্বাহী সদস্য উপস্থিত ছিলেন। তারা হামজাকে ফুল দিয়ে বরণ করেন। এ সময় বিমানবন্দরের বাইরে ভক্ত ও সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায়, যারা ব্যানার নিয়ে প্রিয় ফুটবলারকে এক নজর দেখার অপেক্ষায় ছিলেন।

সিলেট থেকে হামজা সরাসরি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে তার পৈতৃক নিবাসে গিয়েছেন এবং সেখানে পরিবারের সঙ্গে সময় কাটান। পরদিন (১৮ মার্চ) ঢাকায় এসে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বে তার অভিষেক হতে পারে।

উল্লেখ্য, হামজা চৌধুরী লেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে আসছেন এবং বর্তমানে শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলছেন। বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার পর ফিফার অনুমতি নিয়ে তিনি জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করেছেন।



উৎস

edit