Wn/bn/বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের ম্যাচ নিরাপত্তাজনিত কারণে বাতিল

রবিবার, ৮ ডিসেম্বর ২০১৩
চট্টগ্রামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের ৮ই ডিসেম্বর রবিবারের পূর্বনির্ধারিত ম্যাচ নিরাপত্তাজনিত কারণে বাতিল করা হয়েছে। উল্লেখ্য, বিরোধী দল বিএনপির নেতৃত্বে ১৮দলীয় জোটের টানা অবরোধে দেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। বিবিসির খবর অনুযায়ী, শনিবার সন্ধ্যায় অবোরোধ চলাকালে ওয়েস্ট ইন্ডিজ দলের অবস্থানকারী হোটেলের সামনে একটি হামবোমার বিষ্ফারন ঘটে। এরপর দলের পক্ষ থেকে রবিবারের ম্যাচ নিরাপত্তাজনিত কারণে না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রবিবার বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের একদিনের এই আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ ঘটনাটি এমন সময় ঘটল যখন ২০১৪ সালের মার্চে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের জোড় প্রস্তুতি চলছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপ কমিশনার মাসুদুল হাসান এই ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে বলেন, “ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট দলকে উদ্দেশ্য করে এ বোমা ছোঁড়া হয়নি।” ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এই ঘটনায় উদ্বেক প্রকাশ করেছে।
উৎস edit
- ফারহানা পারভীন। "নিরাপত্তার কারণে ওয়েস্ট ইন্ডিজের সাথে ক্রিকেট ম্যাচ বাতিল" — বিবিসি, ৮ ডিসেম্বর, ২০১৩
- "নিরাপত্তা ঝুঁকিতে মাঠে যায়নি উইন্ডিজ-১৯ দল" — বিডিনিউজ২৪.কম, ৮ ডিসেম্বর, ২০১৩