মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

পদত্যাগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার প্রধান উপদেষ্টার সাথে তার নিজ বাসভবনে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন তিনি।
২৮ ফেব্রুয়ারি ঘোষিত হতে যাওয়া নতুন রাজনৈতিক দলে অংশ নেবার জন্যই পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, নাহিদ ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন। ৩রা আগস্ট ২০২৪ তিনিই বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার পদত্যাগের জন্য 'এক দফা' ঘোষণা করেন। যার ফলশ্রুতিতে পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী।
উৎস
edit- ইত্তেফাক ডিজিটাল রিপোর্ট। "পদত্যাগ করলেন উপদেষ্টা নাহিদ" — ইত্তেফাক, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
- নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস। "পদত্যাগ করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম" — ঢাকা টাইমস, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫। সংগ্রহের তারিখ: ২৫ ফেব্রুয়ারি, ২০২৫