Wn/bn/বাংলাদেশ:মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন আবরার ফাহাদ

< Wn | bn
Wn > bn > বাংলাদেশ:মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন আবরার ফাহাদ

সোমবার, ৩ মার্চ ২০২৫

স্বাধীনতা পুরস্কার

বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার-এ ভূষিত হচ্ছেন ছাত্রলীগের নির্যাতনে নিহত বুয়েট ছাত্র আবরার ফাহাদ। সোমবার বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী ও সমবায় বিষয়ক উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এক পোস্টে এ কথা জানানো হয়।

পোস্টে বলা হয়, “অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতার প্রতীক, মুক্ত চিন্তার এক প্রতিচ্ছবি—আবরার ফাহাদ। মরনোত্তর স্বাধীনতা পদক ২০২৫-এ ভূষিত হওয়া তার আত্মত্যাগের স্বীকৃতি। তার আদর্শ আমাদের আলোকিত করে, ন্যায়বিচারের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। জাতি তোমাকে ভুলবে না, আবরার!”

উল্লেখ্য, ২০১৯ সালে ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেন বুয়েট ছাত্র আবরার ফাহাদ। ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে ফেসবুক পোস্টের জন্য ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়ে তার এ মৃত্যু সারা দেশে আলোড়ন সৃষ্টি করে।



উৎস

edit