Wn/bn/বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে ১৪ মার্চ

< Wn | bn
Wn > bn > বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে ১৪ মার্চ

বুধবার, ১২ মার্চ ২০২৫

ইতালির ভিসেনজার ক্যাসেরমা এডেরলে থেকে ২০১৮ সালের ২৭ জুলাই দেখা চন্দ্রগ্রহণের চিত্র

১৪ মার্চ বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে। তবে এই চন্দ্রগ্রহণ ভারত এবং বাংলাদেশের কোনও জায়গা থেকেই দেখতে পাওয়া যাবে না।

সূর্যের আলো চাঁদের উপর পড়ে প্রতিফলিত হলে আমরা চাঁদকে আলোকিত দেখি। মহাজাগতিক নিয়মে যখন সূর্য, পৃথিবী এবং চাঁদ এক সরলরেখায় অবস্থান করে তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে। তখনই চন্দ্রগ্রহণ হয়।

ভারতীয় সময় অনুসারে এই চন্দ্রগ্রহণ দিনের বেলায় ঘটবে। তাই এটি ভারতে দেখা যাবে না। এমনকি এই গ্রহণ বাংলাদেশ থেকেও দেখা যাবে না। তবে উত্তর আমেরিকা, পশ্চিম ইউরোপ, প্রশান্ত মহাসাগর, কানাডা, মেক্সিকো, গ্রিনল্যান্ড, পানামা, পেরু, উরুগুয়ে, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পশ্চিম আয়ারল্যান্ড, ব্রিটেন, নরওয়ে, সুইডেন, পশ্চিম পোলান্ড, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, জার্মানি, ইতালি, আফ্রিকা, মরক্কো, আলজেরিয়া, ঘানা, নাইজেরিয়া, লিবিয়া, উত্তর ও দক্ষিণ আটল্যান্টিক মহাসাগর ও পূর্ব রাশিয়া থেকে এই গ্রহণ দেখা যাবে।

১৪ মার্চ ফাল্গুন কৃষ্ণপক্ষে পূর্ণিমার দিন শুক্রবার ভারতীয় সময় অনুযায়ী চাঁদ উপছায়া স্পর্শ করবে সকাল ৯টা ২৬ মিনিটে এবং গ্রহণ স্পর্শ বা আরম্ভ সকাল ১০টা ৩৯ মিনিটে। এরপর গ্রহণের পূর্ণগ্রাস আরম্ভ হবে বেলা ১১ টা ৫৬ মিনিটে এবং পূর্ণগ্রাসের সমাপ্তি ঘটবে দুপুর ১টা ২ মিনিটে। উপছায়ার মোক্ষ বা ত্যাগ দুপুর ৩টে ৩২ মিনিটে। গ্রহণের মোট স্থিতিকাল হলো ৩ ঘণ্টা ৩৯ মিনিট।

অন্যদিকে ইস্টার্ন ডেলাইট টাইম বা ইডিটি অর্থাৎ মার্কিন সময় অনুসারে, এই চন্দ্রগ্রহণ ১৩ মার্চ রাত ১১.৫৭ মিনিটে শুরু হবে এবং ১৪মার্চ সকাল ৬টা পর্যন্ত স্থায়ী হবে। চন্দ্রগ্রহণটি রাতের দিক, উত্তর এবং দক্ষিণ আমেরিকা থেকে সবচেয়ে ভালোভাবে দেখা যাবে। গ্রহণ শুরুর সময় থেকে চাঁদকে লাল দেখাবে। এই ধরনের চাঁদকে 'ব্লাড মুন' বলা হয়।

বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণটি হবে ৭ সেপ্টেম্বর। এটিও একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে। আশার কথা এটি ভারত এবং বাংলাদেশে দৃশ্যমান হবে।


উৎস

edit