Wn/bn/ফাস্ট এন্ড ফিউরিয়াস খ্যাত পল ওয়াকারের জীবনবসান

< Wn‎ | bn
Wn > bn > ফাস্ট এন্ড ফিউরিয়াস খ্যাত পল ওয়াকারের জীবনবসান

শনিবার, ৭ ডিসেম্বর ২০১৩

২০০৯ সালে লন্ডনের লেইসেস্টার স্কোয়ারে ফাস্ট এন্ড ফিউরিয়াস সিনেমার সিনেমার প্রিমিয়ারে পল ওয়াকার।

ফাস্ট এন্ড ফিউরিয়াস চলচ্চিত্রের ব্রায়ান ও’কনর চরিত্রের জন্য বিখ্যাত হলিউড অভিনেতা পল ওয়াকার ৩০শে নভেম্বর ২০১৩ সালে এক সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।

৩০শে নভেম্বর শনিবার সন্ধ্যায় একটি দাতব্য প্রতিষ্ঠানের জন্য অর্থসংগ্রহের অনুষ্ঠানে যোগদান শেষে ফেরার পথে লস এঞ্জেলেসের উত্তরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি ও তার এক বন্ধু মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার এক জনসংযোগ কর্মকর্তা এ্যামে ভ্যান ইডেন। তিনি তার বন্ধুর পোরশে গাড়িতে করে ফিরছিলেন কিন্তু গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে ল্যাম্প পোস্টের সাথে ধাক্কা খায় ও তাতে আগুন ধরে যায়। ফলে ঘটনাস্থলেই তারা মৃত্যুবরণ করেন।

তার অফিসিয়াল ফেসবুক একাউন্টের এক বিবৃতিতে জানানো হয়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আজ পল ওয়াকার মারা গেছেন। তার প্রতিষ্ঠান রিচ আউট ওয়ার্ল্ডওয়াইডের জন্য আয়োজিত একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে যাওযার সময় এ দুর্ঘটনা ঘটে।’


উৎসEdit