Wn/bn/প্রোটিয়াদের ৫ উইকেটে হারিয়ে ২-১ এ টি-২০ সিরিজ জিতল ইংল্যান্ড

< Wn‎ | bn
Wn > bn > প্রোটিয়াদের ৫ উইকেটে হারিয়ে ২-১ এ টি-২০ সিরিজ জিতল ইংল্যান্ড
  এই নিবন্ধটি ২৩ এপ্রিল, ২০২৪ অনুযায়ী নিরীক্ষণ বা পর্যালোচনা করা হয়নি। এখানে প্রদর্শিত তথ্যগুলোর পুনঃমূল্যায়ন করুন। (আরও জানুনশোধন)

রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২০

সিরিজের শেষ টি-২০তে দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল ইংল্যান্ড।

সুপার স্পোর্টস পার্কে প্রথমে ব্যাটিংয়ে নেমে দারুন সূচনা করে দক্ষিণ আফ্রিকা। কিন্তু ৮৪ রানে প্রথম উইকেটের পর দ্রুত আরও দুটি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে তারা। তবে হেনরিখ ক্লাসেনের ৬৬ রানে ভর করে চাপ সামলে উঠে ২২৩ রানের পাহাড় সম টার্গেট দেয় প্রোটিয়ারা (২২২/৬)।

জবাবে খেলতে নেমে মাত্র ২য় ওভারেই রয়কে হারায় ইংলিশরা। কিন্তু বাটলার ও বেয়ার স্ট্রোর বিধ্বংসী পার্টনারশিপে প্রোটিয়াদের ব্যাকফুটে ঠেলে দেয় তারা। এরপর হাল ধরেন অধিনায়ক মরগান। এ তিনজনের অর্ধশত রানে ভর করে ৫ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে ইংল্যান্ড (২২৬/৫)।

এর আগে সিরিজের ১ম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ১রানে এবং দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড ২রানে জয় লাভ করে। ফলে, শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালের মর্যাদা পায়। হাই স্কোরিং এবং ক্লোজ ম্যাচের জন্য এটিকে সেরা সিরিজ দাবি করছেন অনেকেই। আপনার কী মত?


উৎস edit

  • "England in South Africa: Eoin Morgan leads side to victory in stunning chase of 223" — বিবিসি, ১৬ ফেব্রুয়ারি, ২০২০


  শেয়ার করুন!
  শেয়ার করুন!