Wn/bn/প্রথমবারের মতো কাবাডি বিশ্বকাপ জিতল পাকিস্তান

< Wn‎ | bn
Wn > bn > প্রথমবারের মতো কাবাডি বিশ্বকাপ জিতল পাকিস্তান

সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২০

ভারতকে হারিয়ে প্রথমবারের মতো সার্কেল স্টাইল কাবাডি বিশ্বকাপের শিরোপা জিতল পাকিস্তান। গতকাল (১৬ ফেব্রুয়ারি) লাহোরে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ভারতকে ৪৩-৪১ পয়েন্টে হারিয়ে তারা এ কৃতিত্ব অর্জন করে।

শুরুতে টস জিতে পাকিস্তান আগে রেইডের সিদ্ধান্ত নেয়। প্রথমার্ধ শেষে ভারত ২৪-১৮ পয়েন্টে এগিয়ে থাকলেও শেষার্ধে তা ধরে রাখতে পারেনি। ফলে ৪৩-৪১ এ জয় পায় পাকিস্তান।

সার্কেল বা চক্র পদ্ধতির কাবাডি পাঞ্জাবি কাবাডি নামেও পরিচিত। এর আগে মোট ৬ বার সার্কেল স্টাইল কাবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে যার প্রতিটিই ভারতে আয়োজিত হয় এবং সে সবগুলোর শিরোপা জয় করেছিল ভারত। এবারই প্রথম ভারতের বাইরে আয়োজিত এ টুর্নামেন্টে নতুন চ্যাম্পিয়ন পেল কাবাডি।


উৎস

edit
  • "Pakistan beat India to bring home Kabaddi World Cup trophy" — পাকিস্তান টুডে, ৯ ফেব্রুয়ারি, ২০২০


  শেয়ার করুন!

  শেয়ার করুন!