Wn/bn/পোপ ফ্রান্সিস টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব ২০১৩

< Wn‎ | bn
Wn > bn > পোপ ফ্রান্সিস টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব ২০১৩

বুধবার, ১১ ডিসেম্বর ২০১৩

বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন পোপ ফ্রান্সিকে বর্ষসেরা ব্যক্তিত্ব ২০১৩ হিসেবে ঘোষণা করেছেন। টাইম সাময়িকীর এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সাবেক সদস্য এডওয়ার্ড স্নোডেন। রোমান ক্যাথলিক চার্চের পোপ ফ্রান্সিস নয় মাস পূর্বে দায়িত্ব গ্রহণ করেন। এর পূর্বে টাইম ১৯৬৩ ও ১৯৯৪ সালে আরও দুজন পোপকে তাদের বর্ষসেরা ব্যক্তিত্বের তালিকায় স্থান দিয়েছিল।

টাইমের পক্ষ থেকে বলা হয়, নিরহংকারী ও উদার মানসিকতার পোপ মানুষের কাছে প্রগতিশীলতার বার্তা ছড়িয়ে দিয়েছেন। এছাড়াও তিনি বছর জুড়েই বিভিন্ন বিষয়ে বক্তব্য দিয়ে ছিলেন আলোচনার শীর্ষে। পোপ ফ্রান্সিস আর্জেন্টিনার নাগরিক ও তার আসল নাম জর্জ মারিও বেরগোলিও। তিনি অন্যান্য পোপদের মতো বিলাসবহুল জীবন-যাপন পছন্দ করেন না এবং চার্চের ক্ষমতা বিকেন্দ্রীকরণসহ বেশ কয়েকটি সংস্কার পরিকল্পনা করেন।


উৎস

edit
  • Howard Chua-Eoan and Elizabeth Dias। "Pope Francis, The People’s Pope" — টাইম (সাময়িকী), ডিসেম্বর ১১, ২০১৩
  • CNN Staff। "Pope Francis named Time Person of the Year 2013" — সিএনএন, ডিসেম্বর ১১, ২০১৩


  শেয়ার করুন!

  শেয়ার করুন!