শনিবার, ৭ ডিসেম্বর ২০১৩

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা ও প্রথম রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা ৫ই ডিসেম্বর ২০১৩ সালে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে এই অবিসংবাদীত নেতার বয়স হয়েছিলো ৯৫ বছর। দক্ষিণ আফ্রিকায় তিনি "মাদিবা" নামে পরিচিত।
দক্ষিণ আফ্রিকার সংখ্যালঘু শেতাঙ্গ সম্প্রদায়ের আধিপত্য, নিপীড়ন ও বৈষম্যমূলক শাসন ব্যাবস্থার প্রতিবাদ করে তিনি দীর্ঘ ২৭ বছর জেল খেটেছেন। তাঁর নেতৃত্বেই গত শতকের নব্বইয়ের দশকে দক্ষিণ আফ্রিকায় শেতাঙ্গ শাসনের আধিপত্যের অবসান ঘটে।
নেলসন ম্যান্ডেলা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি জ্যাকব জুমা জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে বলেন, "প্রিয় দেশবাসী, আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, আমাদের সবার প্রিয় নেলসন ম্যান্ডেলা চলে গেছেন। নিজের বাড়িতেই শান্তিপূর্ণভাবে তিনি মারা গেছেন। তাঁর বিদায়ে আমাদের জাতি হারিয়েছে তার শ্রেষ্ঠ সন্তান, আমাদের জনতা হারিয়েছে পিতার মত এক আশ্রয়"।
উৎসEdit
- Richard Stengel। "Nelson Mandela, 1918–2013: Remembering an Icon of Freedom" — দ্য টাইম, Dec. 05, 2013
- বিবিসি। "Nelson Mandela death: South Africa and world mourn" — বিবিসি, 6 December 2013