বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০১৫
ব্রাজিলীয় ফুটবল তারকা নেইমার নিষেধাষ্ণার জন্য ২০১৮ সালের বিশ্বকাপের বাছাই পর্বের দুইটি ম্যাচ খেলতে পারেননি। চার ম্যাচের আন্তর্জাতিকা নিষেষ্ণার জন্য ভেনেজুয়েলা আর চিলির বিরুদ্ধে খেলা হয়নি। সেই নিষেষ্ণার মেয়াদ শেষের পর দলে ফিরে এসেছেন ব্রাজিলীয় ফুটবল দলের অধিনায়ক নেইমার। আগামী নভেম্বরে দুইটি ম্যাচ খেলবে নেইমার আর্জেন্টিনা আর পেরুর বিরুদ্ধে। কালেরকণ্ঠ এর প্রতিবেদনে বলা হয়েছে নেইমার ফিরে এসে সেলেকাও কোচ দুঙ্গা খুশি। এছাড়া প্রতিবেদনে আরও বলা হয়েছে, তিনি হুশিয়ার করে দিয়েছেন তার দলকে। বলেছেন, আর্জেন্টিনার বিপক্ষে একা কেউ কিছু করতে পারবে না। দুঙ্গা বলেছেন, "আর্জেন্টিনার বিপক্ষে খেলাটা সবসময় যুদ্ধের মতো। এটা এমন ম্যাচ যাতে অনেক কিছু লাগে। প্রত্যেক বল গুরুত্বপূর্ণ। আগামী ম্যাচও ভিন্ন কিছু না। আমাদের মনযোগ ধরে রাখতে হবে। নেইমার আমাদের সম্ভাবনা বাড়াচ্ছে। "চিলি ও ভেনেজুয়েলার বিপক্ষে কুতিনহো ও ফিরমিনহো খেলতে পারেন নি। পিঠের ইনজুরির কারণে এখনো মাঠের বাইরে ফিরমিনহো। কুচকির সমস্যাকাটিয়ে মাঠে ফিরেছেন কুতিনহো। শনিবার লিভারপুলের হয়ে টটেনহামের বিপক্ষে ৮৭ মিনিট খেলেছেন। দুঙ্গা বলেছেন, এই দুইজন আর সাথে যোগাযোগ রাখা হচ্ছে। দুঙ্গার ভাষায়,"আমরা আমাদের সব খেলোয়াড়ের সাথে যোগাযোগ রাখছি। তারা আমাদের সংশ্লিষ্ট সব তথ্যই জোগাচ্ছে। আমরা সরাসরি যোগাযোগ রক্ষা করি যাতে কোনো ভুল না হয়ে যায়। "আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি ১২ নভেম্বর বুয়েনস আইরেসে অনুষ্ঠিত হবে। এর পাঁচদিন পর সালভাদরে পেরুর সাথে খেলবে ব্রাজিল। প্রথম দুই ম্যচের পর ব্রাজিল লাতিন আমেরিকা এলাকার পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আছে। আর আর্জেন্টিনার অবস্থান সপ্তম।
উৎসEdit
- "আর্জেন্টিনার বিপক্ষে খেলতে ব্রাজিল দলে ফিরলেন নেইমার" — কালেরকণ্ঠ, ২৩ অক্টোবর, ২০১৫ ১০:২১:২৮