Wn/bn/থাই টানেলে আটকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু

< Wn | bn
Wn > bn > থাই টানেলে আটকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু

শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪


থাইল্যান্ডে উচ্চ গতির রেললাইন টানেলের জায়গা ধ্বসে আটকে পড়ে তিন তিন বিদেশি শ্রমিক। গত শনিবার রাজধানী ব্যাংককের উত্তর-পূর্বে পাক চং জেলায় এ ঘটনা ঘটে।

টানেলটি প্রায় ২০০ কিলোমিটার (১২৪ মাইল) এলাকা জুড়ে তৈরি করছিল তারা। এর মাঝেই ধ্বসে পড়ে টানেলটি।

গত ৫ দিন ধরে অনুসন্ধানের পর শুক্রবার তাদের তিনজনই মারানগেছে বলে ঘোষণা দেয় থাই কতৃপক্ষ। বৃহস্পতিবার উদ্ধারকারীরা মাটি ও পাথরের স্তুপের নিচে চাপা পড়ে থাকা ট্রাক চালকের লাশ দেখতে পায়। গত পাঁচদিন ধরেই তাদের সবাইকে জীবিত উদ্ধার আশ্বাস নিয়েই কাজ করছিল স্থানীয় উদ্ধারকারীরা। তবে শুক্রবার দুই চীনা শ্রমিক, একজন সুপারভাইজার এবং একজন খননকারী অপারেটরের মৃতদেহ পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে জানা যায় যে অক্সিজেনের অভাবেই মৃত্যু হয় তাদের।



উৎস

edit