Wn/bn/গোয়েন্দা সংস্থার নজরদারির বিরুদ্ধে আটটি টেক জায়ান্ট ওবামার কাছে অভিযোগ জানিয়েছে

< Wn‎ | bn
Wn > bn > গোয়েন্দা সংস্থার নজরদারির বিরুদ্ধে আটটি টেক জায়ান্ট ওবামার কাছে অভিযোগ জানিয়েছে
  এই নিবন্ধটি ১৭ এপ্রিল, ২০২৪ অনুযায়ী নিরীক্ষণ বা পর্যালোচনা করা হয়নি। এখানে প্রদর্শিত তথ্যগুলোর পুনঃমূল্যায়ন করুন। (আরও জানুনশোধন)

সোমবার, ৯ ডিসেম্বর ২০১৩

অনলাইনে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য নজরদারির উপর নিয়ন্ত্রন আরোপের জন্য মার্কিন কংগ্রেস ও রাষ্ট্রপতি বারাক ওবামার কাছে লিখিত অভিযোগ জানিয়েছে আটটি শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান। লিখিত চিঠিটি মার্কিন বিভিন্ন দৈনিকে ছাপা হয়েছে। অভিযোগকারী আটটি প্রতিষ্ঠান হলো, অ্যাপল, গুগল, মাইক্রোসফট, ফেইসবুক, টুইটার, লিংকডইন, ইয়াহু এবং এওএল

উল্লেখ্য, মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসএর নজরদারির বিষয়টি সম্প্রতি ফাঁস হয়ে যায় ও এ নিয়ে প্রযুক্তিপাড়ার একটি আলোড়ন সৃষ্টি হয়। অনেকেই এই অবৈধ নজরদারি বন্ধের দাবি করেন।


উৎস edit

  • Jeff Jarvis। "Eight tech giants have sided with citizens over spies, but it's not enough" — দ্য গার্ডিয়ান, ডিসেম্বর ৯, ২০১৩
  • "Technology firms seek government surveillance reform" — বিবিসি, ডিসেম্বর ৯, ২০১৩


  শেয়ার করুন!
  শেয়ার করুন!