Wn/bn/কালিহাতী উপজেলার ফুলতলায় ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

< Wn‎ | bn
Wn > bn > কালিহাতী উপজেলার ফুলতলায় ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

বুধবার, ১২ আগস্ট ২০১৫


টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার ফুলতলা গ্রামে ক্রিকেট ম্যাচের ফাইনাল খেলা গত ১০ই আগষ্ট সোমবার ফুলতলা মাঠে অনুষ্ঠিত হয়েছে। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ খেলায় প্রচুর দর্শক সমাগম ঘটে। ফুলতলা গ্রামের দর্শক ছাড়াও আশে পাশের গ্রাম হতে প্রচুর দর্শক খেলা দেখতে ভিড় কর ফুলতলা মাঠে। খেলায় ৩২ টি দল অংশ নেয়। এই ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে মিরপুর ও ভাবলা। নির্ধারিত ১০৯ রানের টার্গটে ব্যাট করতে নেমে রানের লক্ষ্যে পৌছার আগেই গুটিয়ে যায় মিরপুর দলের ইনিংস। এই খেলায় মিরপুর জয়ী হয়। তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান জনাব আব্দুল আলীম। এছাড়াও আরও উপস্থিত ছিলেন এলেঙ্গা প্রেসকাবের সভাপতি হাবিবুর রহমান সরকার, এলেঙ্গা ট্রাক মালিক সমিতির দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, দৈনিক সরেজমিন বার্তা’র জেলা প্রতিনিধি ও বিশিষ্ট সমাজ সেবক আমান উল্লাহ আমান, ফিফটিন স্টার কাবের সাধারণ সম্পাদক শরিফ সিদ্দিক, দৈনিক প্রগতির আলো’র স্টাফ রিপোর্টার মৃদুল চৌধুরী, ইনতিজারের স্টাফ রিপোর্টার এস.আই শরিফ, বীর মুক্তিযোদ্ধ আব্দুল আজিজ, এলেঙ্গা ইউপি’র সাবেক মেম্বার আক্তারুজ্জামান, সাপ্তাহিক যুগধারা’র পত্রিকার স্টাফ রিপোর্টার শরিফুল ইসলাম, প্রগতির আলো’র জাহাঙ্গীর আলম,

পরে খেলা শেষে বিজয়ী দলকে ২১" রঙিন টেলিভিশন দেওয়া হয়।


উৎসEdit

  • "[ ]" —  ১০.০৮.২০১৫
  • "[ ]" —