রবিবার, ৮ ডিসেম্বর ২০১৩
কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমের ক্যাওকার ইনজা শহরের এক পুলিশ স্টেশনে শনিবার সকালে গাড়িবোমা হামলায় সেনাবাহিনীর সদস্য, এক পুলিশ সদস্য ও তিনজন বেসামরিক নাগরিকসহ কমপক্ষে নয় জন নিহত হয়েছে। কলম্বিয়ার রাষ্ট্রপতি জুয়ান ম্যানুয়েল সান্তোস এই হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছেন ও হামলার জন্য বামপন্থী ফার্ক বিদ্রোহীদের দায়ী করেছেন। তবে হামলার পর কেউ এর দায়দায়িত্ব স্বীকার করেনি।
কলম্বিয়ার রাষ্ট্রপতির ওয়েবসাইটের এক বিবৃতিতে জানানো হয়, এই হামলায় নিহত ছাড়াও তিনজন সেনা সদস্য, ১২ জন পুলিশ কর্মকর্তা ও ২৩ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। উল্লেখ্য ফার্ক বিদ্রোহীরা দক্ষিণ-আমেরিকার সরকারগুলোর সাথে দীর্ঘ ৫০ বছর ধরে যুদ্ধ করে আসছে। বর্তমানে বিদ্রোহীরা সংহিসতার পথ পরিহার করে মূল ধারার রাজনীতির সাথে যুক্ত হওয়ার জন্য কলম্বিয়া সরকারের সাথে শান্তি আলোচনা করছেন।
উৎস
edit- Elwyn Lopez। "President: Nine die in 'terrorist' bomb blast in Colombia" — সিএনএন, December 8, 2013
- "Colombia's Farc accused over bomb attack that killed eight" — বিবিসি, 8 December 2013