Wn/bn/উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ২০১৩-১৪ এর দ্বিতীয় রাউেন্ডের ড্র অনুষ্ঠিত

< Wn‎ | bn
Wn > bn > উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ২০১৩-১৪ এর দ্বিতীয় রাউেন্ডের ড্র অনুষ্ঠিত
  এই নিবন্ধটি ১১ মার্চ, ২০২৪ অনুযায়ী নিরীক্ষণ বা পর্যালোচনা করা হয়নি। এখানে প্রদর্শিত তথ্যগুলোর পুনঃমূল্যায়ন করুন। (আরও জানুনশোধন)

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৩


গত ১৬ ডিসেম্বর ২০১৩ তারিখে সুইজারল্যান্ডের নিয়নে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০১৩-১৪ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এর দ্বিতীয় রাউেন্ডর ড্র অনুষ্ঠিত হয়। এই ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দলের কোচ, খেলোয়াড় ছাড়াও লুইস ফিগোর মত সাবেক তারকারাও। তবে ড্র অনুষ্ঠানের অনুভুতি খুব একটা সুখকর মনে হবে না ম্যানসিটি কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি বা আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার এর। কেননা তাদের নিজেদের দল যে মুখোমুখি বর্তমান সময়ের সেরা দুই দল বায়ার্ন মিউনিখবার্সেলোনার। তবে এ দুটি ম্যাচ ছাড়াও ফুটবলপ্রেমীরা একটা লড়াই-এর আভাস পাচ্ছেন এসি মিলান বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ এর খেলাতেও। ইংলিশ প্রিমিয়ার লিগ এর দুই জায়ান্ট আর্সেনাল ও ম্যানসিটি কঠিন পরীক্ষার মুখে পড়লেও অপর দুই দল ম্যানইউচেলসি তুলনামূলক সহজ প্রতিপক্ষই পেয়েছে। ম্যানইউ এর প্রতিপক্ষ গ্রীস-এর দল অলিম্পিয়াকস এবং চেলসির প্রতিপক্ষ তুরস্কের দল এবং সাবেক চেলসি ম্যান দিদিয়ের দ্রগবার গ্যালাতাসারাই। বার্সা কঠিন প্রতিপক্ষ পেলেও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ পেয়েছে তাদের তুলনায় একেবারেই দুর্বল প্রতিপক্ষ। ৯ বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা খেলবে জার্মান দল শালকের বিপক্ষে। এছাড়াও ২০১২-১৩ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ রানার্সআপ ও বুন্দেসলিগার চ্যাম্পিয়ন বরুসিয়া ডর্টমুন্ড খেলবে রুশ ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্গের বিপক্ষে। ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট-জার্মেই খেলবে আরেক জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনের বিপক্ষে। এই দ্বিতীয় রাউেন্ডর খেলা ১৮ ফেব্রুয়ারী ২০১৪-এ ম্যানসিটি-বার্সেলোনা ও বেয়ার লেভারকুসেনের-প্যারিস সেন্ট-জার্মেই প্রথম লেগের মাধ্যমে শুরু হবে এবং ১৯ মার্চ ২০১৪-এ ম্যানচেষ্টার ইউনাইটেড-অলিম্পিয়াকস ও বরুসিয়া ডর্টমুন্ড-জেনিত সেন্ট পিটার্সবার্গের দ্বিতীয় লেগের খেলার মাধ্যমে শেষ হবে।

একনজরে কে কার মুখোমুখি
  • ম্যানচেস্টার সিটি - বার্সেলোনা
  • অলিম্পিয়াকস - ম্যানচেস্টার ইউনাইটেড
  • এসি মিলান - অ্যাটলেটিকো মাদ্রিদ
  • বেয়ার লেভারকুসেন - প্যারিস সেন্ট-জার্মেই
  • গ্যালাতাসারাই - চেলসি
  • শালকে জিরো ফোর - রিয়াল মাদ্রিদ
  • জেনিত সেন্ট পিটার্সবার্গ - বরুসিয়া ডর্টমুন্ড
  • আর্সেনাল - বায়ার্ন মিউনিখ


উৎস edit

  • "পেল আর্সেনাল, বার্সাকে সিটি বায়ার্নকে পেল আর্সেনাল, বার্সাকে সিটি" — প্রথম-আলো, ডিসেম্বর ১৭, ২০১৩


  শেয়ার করুন!
  শেয়ার করুন!