Wn/bn/উইকিসংবাদ:সংবাদ কক্ষ/প্রয়োজনীয় টেমপ্লেট

Wn > bn > উইকিসংবাদ:সংবাদ কক্ষ > প্রয়োজনীয় টেমপ্লেট

উইকিসংবাদের কয়েকটি বহুল ব্যবহৃত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ টেম্পলেট সমূহের তালিকা, যেগুলো অতি আবশ্যক তাদের গাঢ় করে লেখা হয়েছে:

নিবন্ধ সম্পর্কিত edit

  • {{উন্নয়ন চলছে}}: প্রতিটি নিবন্ধ তৈরি করবার সময় অর্থাৎ সেটির উপর কাজ চলাকালীন এই টেমপ্লেটটিকে নিবন্ধটির সবচেয়ে উপরে যুক্ত করতে হয়।
  • {{নিরীক্ষা}}: নিবন্ধটির উপর কাজ সম্পন্ন হলে "উন্নয়ন চলছে" টেমপ্লেটটি সরিয়ে নিরীক্ষা টেম্পলেট যুক্ত করার দ্বারা নিবন্ধটিকে নিরীক্ষণের জন্য জমা করা হয়।
  • {{অনিরীক্ষিত প্রকাশ}}: যদি কোনো নিবন্ধ নিরীক্ষকের দ্বারা প্রকাশিত না হয়ে, সেই নিবন্ধটির লেখক কিংবা অন্য কোন সম্পাদক দ্বারা প্রকাশিত হয়ে থাকে তাহলে নিবন্ধের সবচেয়ে উপরে এটি যুক্ত করতে হয়।
  • {{তারিখ}}: সাধারনত বার্তা টেমপ্লেট গুলির পর (যদি থাকে) এই তারিখ টেমপ্লেটটি যুক্ত করা হয়ে থাকে, যা অতি আবশ্যক। যদি নিবন্ধটিতে কোন প্রকার বার্তা টেমপ্লেট না থাকে তাহলে এটিই সবচেয়ে উপরে যুক্ত করা হয়।
  • {{আপনার মতামত জানান}}: নিবন্ধ রচনা সমাপ্ত হলে ঠিক সেই লেখা গুলোর পর এই টেমপ্লেট টি যুক্ত করা হয়, যা অতি আবশ্যক।
  • {{উৎস}}: "মতামত" টেম্পলেটটির ঠিক পরে, নিবন্ধটির জন্য উৎস যোগ করা হবে, সেই উৎস গুলো যুক্ত করতে এই টেম্পলেট টি ব্যবহার করা হয়ে থাকে, যা অতি আবশ্যক।
  • {{প্রকাশ করুন}}: সর্ব শেষে নিবন্ধটির একদম নিচে এই টেমপ্লেটটি যুক্ত করার দ্বারা নিবন্ধটিকে প্রকাশিত করা হয়, এই টেমপ্লেট টি যুক্ত না করা হলে নিবন্ধটি প্রকাশিত হিসেবে বিবেচিত হবে না।

নির্দেশিকা ও বার্তা টেমপ্লেট: edit

  • {{স্বল্প উৎস}}: যদি কোনো নিবন্ধে কোন প্রকার উৎস যুক্ত না করা হয়, শুধুমাত্র একটি উৎস যুক্ত করা হয়, তাহলে এই টেমপ্লেট ব্যবহার করতে হবে।
  • {{রচনাগত সমস্যা}}: যদি কোনো নিবন্ধ শৈলী নির্দেশিকা নীতিটি পালনে ব্যর্থ হয়, তাহলে সেটির উপর এই টেমপ্লেট ব্যবহার করতে হবে।
  • {{বিতর্কিত}}: যদি কোনো নিবন্ধটির এক বা একাধিক বাক্য কিংবা অংশ উইকিসংবাদের বিষয়বস্তু নির্দেশিকা বা/এবং শৈলী নির্দেশিকা পালনে ব্যর্থ হচ্ছে, তাহলে এই টেমপ্লেট ব্যবহার করতে হবে।
  • {{প্রাযুক্তিক সমস্যা}}: যদি কোন প্রকার নিবন্ধ বা পৃষ্ঠায় কোন প্রযুক্তির সমস্যা বা লিংক গত ত্রুটি দেখা দেয় তাহলে এই টেমপ্লেট ব্যবহার করতে হবে।
  • {{অনিরপেক্ষতা}}: যদি নিবন্ধটি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে লিখিত না হয়ে থাকে তাহলে এটি ব্যবহার করা উচিত।
  • {{কপিরাইট}}: যদি কোনো নিবন্ধ অন্য একটি ওয়েবসাইট বা ব্লগ থেকে কোনো লেখা সরাসরি কপি তথা প্রতিলিপিত করে থাকে, তাহলে হয়তো সেটিকে দ্রুত অপসারণ করা উচিত, না হলে এই টেমপ্লেটটি যুক্ত করা উচিত।
  • {{সম্পাদনা নির্দেশ}}: কোন নিবন্ধে একাধিক বা অনেকগুলো ত্রুটি ও সমস্যা থাকলে এই টেমপ্লেটটি ব্যবহার করা যেতে পারে, বিশেষ করে যদি নিবন্ধটি প্রকাশিত হয়ে গেছে তাহলে।

সাম্প্রদায়িক টেমপ্লেট সমূহ: edit

  • {{সহযোগিতা}}: যদি কোনো নিবন্ধ তৈরিতে অন্যান্য সম্পাদকগণের দ্বারা সহযোগিতার প্রয়োজন হয় তাহলে এটি ব্যবহার করা যেতে পারে।
  • {{মন্তব্যের অনুরোধ}}: কোনপ্রকার আলোচনা চলাকালীন সেই আলোচনায় অন্যান্য সম্পাদকগনদের দ্বারা মন্তব্যের জন্য প্রস্তাব জানাতে এই টেমপ্লেট এর ব্যবহার করা যেতে পারে।

অপসারণ টেম্পলেট সমূহ: edit

  • {{অপসারণের অনুরোধ}}: কোনো নিবন্ধ বা পৃষ্ঠা যদি উইকি সংবাদের নীতি এবং নির্দেশাবলী গুলো ভঙ্গ করে থাকে তাহলে সেগুলোকে অপসারিত করার জন্য অনুরোধ করতে এই টেম্পলেট ব্যবহার করা যেতে পারে।
  • {{দ্রুত অপসারণ}} বা {{দ্রুত}}: কোনো নিবন্ধ যদি উইকি সংবাদের দ্রুত অপসারণের নীতিমালা অনুযায়ী অতি দ্রুত ( কোনো আলোচনা ছাড়া ) অপসারিত হবার জন্য উপযুক্ত হয় তাহলে এই টেমপ্লেট ব্যবহার করা উচিত।

গুরুত্বপূর্ণ বিষয়শ্রেণী সমূহ: edit

নিবন্ধ সম্পর্কিত: edit

পরিচর্যার প্রয়োজনসল্প উৎস নিবন্ধবিতর্কিত নিবন্ধরচণাগত সমস্যাময় নিবন্ধ

বিশেষ: edit

সহযোগিতার প্রয়োজনমন্তব্যের অনুরোধঅপসারণ অনুরোধরক্ষণাবেক্ষণ অনুরোধ পৃষ্ঠাসমূহ

টেমপ্লেট সম্পর্কিত: edit

বার্তা টেমপ্লেটউচ্চ ব্যবহারনথি অনুপস্থিত টেমপ্লেটপ্রধান পাতা টেমপ্লেট