Wn/bn/উইকিসংবাদ:প্রশাসন

< Wn‎ | bn
Wn > bn > উইকিসংবাদ:প্রশাসন

নীতিমালা লঙ্ঘনের জন্য কোন ব্যবহারকারীকে ব্লক করার জন্য অনুরোধ করবেন? বাধাদান নীতিমালা অনুসারে কোন ব্যবহারকারী মারাত্বক ও প্রায়শই নীতিমালা লঙ্ঘন করলে প্রশাসকরা তাদের ব্লক করতে পারবেন। প্রশাসকদের এটি সর্বশেষ পন্থা হিসেবে করা উচিত- প্রথমে ব্যবহারকারীকে নীতিমালার সাথে পরিচিত করার জন্য সতর্ক করতে হবে। প্রশাসকরা শুধুমাত্র তখনই এটি প্রয়োগ করতে পারবেন যখন সকল প্রচেষ্ঠা বিফলে যাবে। দয়া করে প্রশাসকদের প্রয়োজন পরে এ সংক্রান্ত বিষয় ব্যতীত এ পাতায় আলোচনার সূত্রপাত করবেন না। উইকিসংবাদ সংক্রান্ত যে কোন আলোচনার জন্য আলোচনাসভা ব্যবহার করুন। ধন্যবাদ।