বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার ১২ মার্চ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে অবসরের ঘোষণা দেন।
মাহমুদউল্লাহ ২০০৭ সালের ২৫ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। ১৮ বছরের ক্যারিয়ারে তিনি ২১৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন এবং ৩৪.৭১ গড়ে ৪,৫৫৯ রান সংগ্রহ করেছেন। তিনি ৩টি সেঞ্চুরি ও ২৪টি ফিফটি করেছেন। এছাড়া তিনি ৫০টি টেস্ট ম্যাচে ২,৯১৪ রান এবং ১১৯টি টি-টোয়েন্টি ম্যাচে ২,০১৬ রান করেছেন। বল হাতে ওয়ানডেতে ৭৬ উইকেট, টেস্টে ৪৩ উইকেট এবং টি-টোয়েন্টিতে ৩৯ উইকেট শিকার করেছেন।
ফেসবুকে প্রকাশিত এক পোস্টে মাহমুদউল্লাহ লেখেন, "সমস্ত প্রশংসা একমাত্র সর্বশক্তিমান আল্লাহর জন্য। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা সবসময় আমাকে সমর্থন করেছেন।" তিনি আরও উল্লেখ করেন, "বিশেষ ধন্যবাদ আমার বাবা-মা, শ্বশুরবাড়ির সবাইকে, বিশেষ করে আমার শ্বশুরকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমার ভাই এমদাদ উল্লাহকে, যিনি শৈশব থেকেই আমার সাথে ছিলেন আমার কোচ ও মেন্টর হিসেবে।"
পরিবারকে ধন্যবাদ জানিয়ে বলেন, "সবশেষ আমার স্ত্রী ও সন্তানদের অসীম ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই, সুখে-দুঃখে আমার শক্তি হয়ে যারা সবসময় আমার পাশে থেকেছেন।" তিনি আরও লেখেন, "সবকিছু সবসময় নিখুঁতভাবে শেষ হয় না, কিন্তু জীবন এগিয়ে নিতে হয়। শান্তি... আলহামদুলিল্লাহ। আমার দল ও বাংলাদেশ ক্রিকেটের জন্য রইল শুভকামনা!"
উল্লেখ্য, মাহমুদউল্লাহ ২০২১ সালে টেস্ট এবং ২০২৪ সালে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। এখন তিনি সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন।
উৎস
edit- ক্রীড়া প্রতিবেদক। "আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মাহমুদউল্লাহ" — প্রথম আলো, ১২ মার্চ ২০২৫
- স্পোর্টস ডেস্ক। "মাহমুদউল্লাহর অবসর ঘোষণা" — জাগো নিউজ, ১২ মার্চ ২০২৫