Wn/bn/অস্ট্রেলিয়ার সর্বোচ্চ আদালত সমকামী বিয়ে আইন অবৈধ ঘোষণা করেছে

< Wn‎ | bn
Wn > bn > অস্ট্রেলিয়ার সর্বোচ্চ আদালত সমকামী বিয়ে আইন অবৈধ ঘোষণা করেছে
  এই নিবন্ধটি ১৭ এপ্রিল, ২০২৪ অনুযায়ী নিরীক্ষণ বা পর্যালোচনা করা হয়নি। এখানে প্রদর্শিত তথ্যগুলোর পুনঃমূল্যায়ন করুন। (আরও জানুনশোধন)

বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৩

১২ই ডিসেম্বর, ২০১৩ সালে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ আদালত সমকামী বিয়ের আইন পুনরায় অবৈধ ঘোষণা করেছে। উল্লেখ্য, এটি এমন এক সময় নিষিদ্ধ করা হলো যখন এক সপ্তাহেরও কম সময় পূর্বে বিয়ের ব্যপারে একটি আইন পাশ হয়েছিল এবং কয়েক ডজন জুটি নিজেদের মধ্যে বিয়েও সম্পন্ন করেন।

সর্বোচ্চ আদালতের রায়ে বলা হয়, পূর্বের পাশ করা আইনটিই অবৈধ ছিল। এই আইনটি পাশ হওয়ার কয়েকদিন পূর্বেই ভারতেও সমকামীতাকে নিষিদ্ধ করে একটি আইন পাশ হয়েছে।


উৎস edit

  • Adam Withnall। "Australia: Gay marriage law reversed by high court less than a week after first weddings" — দ্য ইনডিপেন্ডেন্ট, ডিসেম্বর ১২, ২০১৩
  • "Australia high court overturns ACT gay marriage law" — বিবিসি, ডিসেম্বর ১২, ২০১৩


  শেয়ার করুন!
  শেয়ার করুন!